
দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশে বাঁধা দিয়েছে উগ্রপন্থী একদল ইসরায়েলি। শুক্রবার (১৭ অক্টোবর) মিশর সীমান্ত লাগোয়া কেরেম শালোম ক্রসিংয়ে এই ঘটনা ঘটে।
এর আগেও, “সাভ- ৯” নামক এই সংগঠনটি গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে দখলদার ইসরায়েলি গণহত্যার সময় বারবার গাজায় সাহায্য সরবরাহে বাধা সৃষ্টি করেছিল।
সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে গ্রুপটি জানায়, তাদের সদস্যরা বর্তমানে ইসরায়েল নিয়ন্ত্রিত ক্রসিংয়ের পথে একাধিক পয়েন্টে “ত্রাণের ট্রাকের পথরোধ করছে”।
ইসরায়েলি চরমপন্থী গ্রুপটি একটি ভিডিও পোস্ট করে, যাতে দেখা যায় তাদের সদস্যরা একটি সাহায্য ট্রাকের পথ আটকে দিচ্ছে।
চরমপন্থি ইসরায়েলি এমপি ইতমার বেন-গভির এবং বেজালেল স্মোট্রিচ সমর্থিত এগ্রুপটির এসব কিছুই হচ্ছে ইসরায়েলের চেকপয়েন্টের পাশে। অথচ যুদ্ধবিরতির শর্ত রক্ষায় ইসরায়েল এসব উগ্রপন্থী ইহুদীদের কর্মকাণ্ডে কোনরূপ বাঁধা প্রদান করছে না।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে দখলদার ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৬৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগ নারী এবং শিশু। এরপর থেকে চরম মানবিক বিপর্যয়ে উপত্যকাটি প্রায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
ভিডিওটি দেখুন- https://x.com/SuppressedNws1/status/1979117085885173968
তথ্যসূত্র:
১. Israeli extremist group blocks humanitarian aid to Gaza
– https://tinyurl.com/2ek5yj3r


