
অবরুদ্ধ গাজা উপত্যাকার একটি গাড়িতে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একই পরিবারের ১১ জন শহীদ হয়েছেন। উপত্যকার জায়তুন এলাকায় এই ঘটনাটি ঘটে। শনিবার (১৮ অক্টোবর) এই ঘটনার সংবাদ প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।
১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এই নিয়ে ২৮ জন ফিলিস্তিনিকে হত্যা করলো দুর্বৃত্ত ইসরায়েলি বাহিনী।
দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক নির্ধরিত কথিত “হলুদ লাইন” অতিক্রম করার অজুহাত দিয়ে তারা এই হামলা চালায়।
যুদ্ধবিধ্বস্ত গাজার ফিলিস্তিনিরা এখনও খাদ্য এবং পানির তীব্র সংকটে ভুগছে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় আকারের সাহায্য সরবরাহ এখনও ইসরায়েলি রোডব্লকের মুখে আটকে আছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের গাজায় আগ্রাসনে কমপক্ষে ৬৭,৯৬৭ জন নিহত এবং ১৭০,১৭৯ জন আহত হয়েছে।
তথ্যসূত্র:
1. Israel kills 28 in Gaza since ceasefire, Hamas urges accountability
– https://tinyurl.com/9z3b8sb3


