
সম্প্রতি পাকিস্তান সামরিক বাহিনী কর্তৃক আফগানিস্তানে নির্বিচার হামলার ফলে কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক সীমান্তবর্তী অঞ্চলের প্রায় ২০ হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছেন। কান্দাহার শরণার্থী ও প্রত্যাবাসন বিভাগের উপপ্রধান নেমাতুল্লাহ ওলফাত হাফিযাহুল্লাহ এই তথ্য জানান।
আফগান-পাকিস্তান সীমান্ত সংঘর্ষের জেরে নিরাপত্তার তাগিদে নিজ স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছেন এই পরিবারগুলো। তবে বাস্তুচ্যুত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন নেমাতুল্লাহ হাফিযাহুল্লাহ।
ভুক্তভোগী কয়েকটি পরিবার জানান, পাকিস্তানের বোমা হামলায় আমাদের বাড়িঘর, দোকানপাট ধ্বংস হয়েছে, পাশাপাশি অন্যান্য ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, পাক বাহিনীর মর্মান্তিক হামলায় কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক অঞ্চলে প্রায় ২১০ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। একই সাথে ৮০টি বাড়িঘর এবং ৫০টি দোকান ধ্বংস হয়েছে, এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ১০টি গাড়ির ডিলারশিপ।
তথ্যসূত্র:
1. 20,000 Families Displaced by Pakistani Airstrikes in Kandahar
– https://tinyurl.com/3c9w4dp4



তালেবানদের মাধ্যমে কঠোর জবাব দেয়া হবে ইনশাআল্লাহ।