আফগানিস্তান যুদ্ধ চায় না, তবে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করলে নীরব থাকবো না: তালিবান প্রতিরক্ষামন্ত্রী

1
197

আফগানিস্তান যুদ্ধ চায় না, তবে আফগান সার্বভৌমত্ব লঙ্ঘন করলে এই জাতি নীরব থাকবে না। ১৯ অক্টোবর দোহা থেকে একটি অনলাইন সংবাদ সম্মেলনে এই সব কথা বলেছেন ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষামন্ত্রী মৌলভী ইয়াকুব মুজাহিদ হাফিযাহুল্লাহ।

তিনি ইমারতে ইসলামিয়ার ঐতিহাসিক সুদৃঢ় অবস্থান তুলে ধরে বলেন, পূর্ববর্তী আগ্রাসনের সময় দেশকে রক্ষার জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন আফগান মুজাহিদগণ। আমরা কাউকে আমাদের ভূখণ্ড লঙ্ঘন বা দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে দেব না। আমাদের কথা ও কাজের মধ্যে কোনও গড়মিল নেই।

তিনি ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্রনীতির বিষয় স্পষ্ট করে বলেছেন, একটি রাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য অন্য কোনও রাষ্ট্রকে সমর্থন করা আমাদের নীতি নয়। এছাড়া পাকিস্তান ও ইমারতে ইসলামিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক যথারীতি অব্যাহত থাকবে।

কাল্পনিক ডুরান্ড লাইন প্রসঙ্গে তিনি বলেন, এই যুদ্ধবিরতি চুক্তিতে কাল্পনিক ডুরান্ড লাইন প্রসঙ্গে কোনও আলোচনা বা সিদ্ধান্ত অন্তর্ভুক্ত ছিল না। কাল্পনিক ডুরান্ড লাইনের বিষয়ে আফগান জনগণ নিজেরাই সিদ্ধান্ত নেবেন। দোহা চুক্তির বিবৃতিতে ডুরান্ড ‘লাইন’ শব্দের পরিবর্তে ভুলভাবে ডুরান্ড ‘সীমান্ত’ শব্দ ব্যবহার হয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2s4khh6m
2. https://tinyurl.com/6d9h5zxx
3. https://tinyurl.com/4ftsun23

১টি মন্তব্য

  1. আসসালামু আলাইকুম যেখানে আমাদের দেশের সরকার জনগণের তোয়াক্কা করে না আর সেখানে আমাদের দেশের জনগণ গনতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র কায়েম করতে চাই
    সেটা আবার ইসলামী রাষ্ট্র
    এখানে জনগণের বক্তব্যের কোন মূল্য নেই
    অপরদিকে আফগানিস্তান প্রতিরক্ষামন্ত্রী জনসিদ্ধান নিবে এমন কথা বলে এতে বুঝা যায় মানুষ কতটা অধিকার ফিরে পেয়েছি আর মানুষ কথা বলার স্বাধীনতা পেয়েছে
    মানুষ কতটা ভালো আছে হয়তো তাদের কিছু কিছু সমস্যা থাকতেই পারে একটা দেশের ভিতরে হয়
    আমি আল্লাহর কাছে দোয়া করি আমরা তাদের মত যেন হতে পারি সেই প্রস্তুতি নিতে পারি আমিন

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ ওয়াজিরিস্তানে ইত্তেহাদুল মুজাহিদিনের পাল্টা আক্রমণে ৩ শত্রু সৈন্য আহত
পরবর্তী নিবন্ধমসজিদে প্রোগ্রামকে কেন্দ্র করে শিবিরের উপর যুবদলের হামলা: আহত ৪০