
সম্প্রতি গাজিপুরে হিন্দু চক্র কর্তৃক তিন দিন আটকে রেখে ধর্ষণের শিকার শিশুটির পরিবারকে ন্যায়বিচার পেতে সাহসী ভূমিকা পালন করে আসা মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। গত ২০ অক্টোবর ‘পঙ্কজ পাল’ নামের একটি ফেসবুক আইডি থেকে হত্যার হুমকি দেওয়া হয়।
মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী ‘বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি’। গাজিপুরের ওই ধর্ষণ মামলার ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষে সাহসী অবস্থান নেয়ার পর থেকেই নানা ধরনের হুমকি ও বাধা বিপত্তির মুখে পড়তে হয় বলে তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানান।
পঙ্কজ পালের ফেসবুক পোস্টে মাওলানা আতাউর রহমানের ছবি শেয়ার করে বলা হয়, ‘এর চেহারা দেখলে কেমন জঙ্গি জঙ্গি লাগে। সারাদেশে সনাতনীদের বিরুদ্ধে মৌলবাদীদের উসকে দিচ্ছে। ওর ব্যবস্থা আলিফের মতো করতে হবে। প্রয়োজনে মরতে হবে না হয় মারতে হবে। পুলিশ সনাতনীদের পক্ষে থাকবে। কারণ এরা পুলিশের জন্য হুমকি। সুযোগ পেলে এদের জায়গামতো ভরে দিবে আরার।’
জানা যায়, পঙ্কজ পাল কুমিল্লার জগন্নাথ মন্দির এলাকার বাসিন্দা এবং সে কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসী গোষ্ঠী ইসকনের সদস্য বলে জানা গেছে। তার ফেসবুক প্রোফাইলে ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানানো পোস্ট এবং ইসকন কার্যক্রমের বেশ কিছু ছবি রয়েছে। তার ফেসবুক আইডির ফলওয়ার সংখ্যা ২ লাখ ২৭ হাজার।
মাওলানা আতাউর রহমানকে হত্যা হুমকি দেয়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হলে তার আইডি ডিএকটিভেট করে দেয়, তবে এর আগেই বেশ কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় ২০ অক্টোবর এক বিবৃতিতে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের জেনারেল সেক্রেটারি মাওলানা শকিফুল ইসলাম পঙ্কজ পালের অবিলম্বে গ্রেফতার এবং বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য যে, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে এক নৃশংস হত্যাকাণ্ড ঘটে। রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুর হওয়ায় ইসকনের সদস্যরা আদালতে হামলা চালায়। হামলার সময় আইনজীবীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের মধ্যে, ইসকন সদস্যরা এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে শহীদ করে।


