
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জনের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে, ২০৭ আল-ফারুক সেনা কোরের দক্ষ প্রযুক্তিবিদরা আবারও এক নতুন সাফল্য অর্জন করেছেন। তারা এবার আরও পাঁচটি সোভিয়েত আমলের ট্যাংক সম্পূর্ণরূপে মেরামত ও ব্যবহার উপযোগী করেছেন।
ফারাহ প্রদেশে অবস্থিত ২০৭ আল-ফারুক সেনা কোরের প্রকৌশল বিভাগ ইতিপূর্বে কয়েক ডজন রুশ ট্যাংক ও সাঁজোয়া যান সফলভাবে মেরামত করেছিল। এবার তারা আরও পাঁচটি ট্যাংক মেরামত করে ব্যবহার উপযোগী করেছেন। এইসব ট্যাংক এখন ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত।
এসব ট্যাংক বহু বছর ধরে অচল অবস্থায় ছিল। ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্থানীয় সম্পদ ও কারিগরি দক্ষতা ব্যবহার করে এই পুনর্নির্মাণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
২০৭ আল-ফারুক সেনা কোরের এই ধারাবাহিক সাফল্য ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সামরিক সক্ষমতা ও প্রযুক্তিগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এই ধরনের স্বদেশীয় উদ্যোগ ভবিষ্যতে আফগান প্রতিরক্ষা বাহিনীকে আরও আত্মনির্ভর, আধুনিক ও শক্তিশালী করে তুলবে।
তথ্যসূত্র:
1. ترمیم پنج عراده تانک زرهی روسی در قول اردوی ۲۰۷ الفاروق
– https://files.fm/u/p46n7uw2gc


