
এবার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামে ভয়ানক ধর্ষণের ঘটনা ঘটেছে। ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে হাত-মুখ বেঁধে নির্জন হলুদের জমিতে ধর্ষণ করেছে স্থানীয় এক যুবক।
১৯ অক্টোবর দুপুরে এ ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী নারী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, আর অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাত সন্তানের জননী ওই বৃদ্ধা প্রতিদিনের মতো দুপুরে গরু-ছাগল চরাতে মাঠে গিয়েছিলেন। সুযোগ বুঝে একই গ্রামের আকবর আলীর ছেলে দুই সন্তানের জনক আইয়ূব আলী তার হাত-মুখ বেঁধে পাশের হলুদের জমিতে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
পরবর্তীতে এলাকাবাসী ও স্বজনেরা বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
অভিযুক্ত ব্যক্তি আইয়ূব আলী দীর্ঘদিন ধরে এলাকায় নারী নির্যাতন ও কু-কর্মের সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ। পূর্বে অনুরূপ ঘটনায় অর্থদণ্ড দিয়ে রক্ষা পেয়েছিল বলেও জানা গেছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘ধর্ষণের পর আইয়ূব আলী বাড়ি ফিরে গোসল সেরে বাজারে বসে ছিল। পরে জানতে পারে বৃদ্ধা বেঁচে আছেন ও নাম প্রকাশ করেছেন, তখনই সে পালিয়ে যায়।’
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানায়, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে। তবে লোমহর্ষক এ ঘটনার কয়েকদিন পার হলেও এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
প্রসঙ্গত, দেশে পশ্চিমা মূল্যবোধনির্ভর শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার ফলে সমাজ আজ চরম নৈতিক অবক্ষয়ের মুখে পড়েছে, যেখানে একজন বয়োবৃদ্ধ নারীও নিরাপদ নন।
তথ্যসূত্র:
1. সাদুল্লাপুরে ৭০ বছরের বৃদ্ধাকে হাত-মুখ বেঁধে ধর্ষণ, অভিযুক্ত পলাতক
– https://tinyurl.com/5j6m634b


