আফগানিস্তানের গজনি প্রদেশে কারাবন্দিদের জন্য সীরাতুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
95

আফগানিস্তানের গজনি প্রদেশের প্রাদেশিক কারাগারে বন্দিদের জন্য সীরাতুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিষয়ক এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় ১৩০ জন কারাবন্দি অংশগ্রহণ করেছিল। উক্ত অনুষ্ঠানে কারা কর্তৃপক্ষ, আল-কাওসার সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ এবং স্থানীয় কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কর্মকর্তাদের প্রচেষ্টা এবং কারাবন্দিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পাদিত হয়েছে। ইমারতে ইসলামিয়ার কারা সংস্কার বিভাগ গত ২২ অক্টোবর এই তথ্যগুলো জানিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাগণ জানান, এই ধরনের দ্বীনি শিক্ষামূলক কর্মসূচি বন্দিদের নৈতিক চরিত্র ও মানসিক উন্নয়ন এবং পুনর্বাসনের জন্য অত্যন্ত ফলপ্রসূ। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা মতামত ব্যক্ত করেছেন।

উক্ত প্রতিযোগিতার আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেছে কারাবন্দিরা। ভবিষ্যতে এই ধরনের কার্যক্রমে আবারও অংশগ্রহণের জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5c3t3wjv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইন্ডিয়ার এজেন্ট ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন: হেফাজতে ইসলাম বাংলাদেশ
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের কুন্দুজ প্রদেশে নৈতিক সংশোধনের পর ৬৩ জন কারাবন্দি মুক্ত, আরও ৯২ জনের সাজা হ্রাস