
ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আমীরের নির্দেশে নৈতিক সংশোধনের পর কুন্দুজ প্রদেশের ৬৩ জন কারাবন্দিকে মুক্তি দেয়া হয়েছে, এছাড়া আরও ৯২ জনের সাজা হ্রাস করা হয়েছে। গত ২২ অক্টোবর ইমারতে ইসলামিয়ার কারা সংস্কার বিভাগ এই তথ্য জানিয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারে বন্দিদের জন্য দ্বীনি ও আধুনিক শিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে। এই সকল কর্মসূচির মাধ্যমে বন্দিদের আচরণ সংশোধন ও পুনর্বাসনের প্রচেষ্টা একটি চলমান কার্যক্রম। সাধারণত সেই সকল বন্দি ক্ষমা পান বা সাজা কমানোর সুযোগ পান, যারা কারা সংস্কার বিভাগের আয়োজিত উক্ত কর্মসূচিসমূহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে।
কুন্দুজ প্রদেশের সংশ্লিষ্ট কারাবন্দিরা হেদায়েতের পথে নিজেদের আচরণে পরিবর্তন দেখিয়েছে। এছাড়া শাস্তির মোট মেয়াদের কমপক্ষে এক তৃতীয়াংশ সময় কারাগারে সাজা ভোগ করেছে। ফলে তাদের ব্যাপারে কারামুক্তি বা সাজা হ্রাসের উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উল্লেখ্য যে, সম্প্রতি দেশের বিভিন্ন কারাগারে বন্দিদের মামলা সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করেছে ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আদালত। কারা সংস্কার বিভাগ ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদল এই কাজে ভূমিকা পালন করেছে। উক্ত প্রতিনিধিদলের প্রতিবেদন ও সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে কুন্দুজ প্রদেশ কারাবন্দি মুক্তি ও সাজা হ্রাস সংক্রান্ত সিদ্ধান্তটি বাস্তবায়িত হয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5c3t3wjv


