নিজস্ব পানি সম্পদে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আফগানিস্তানের কুনার নদীর উপর অনতিবিলম্বে বাঁধ নির্মাণের উদ্যোগ

0
127

পূর্ব আফগানিস্তানের কুনার নদীর উপর অনতিবিলম্বে একটি বাঁধ নির্মাণ প্রকল্প আরম্ভ করার নির্দেশ দিয়েছেন ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আমীর মৌলভী হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ। এই উদ্যোগ বাস্তবায়নে কোনও বিদেশি সংস্থার জন্য বসে না থেকে দ্রুত দেশীয় কোম্পানির সাথে চুক্তি প্রক্রিয়া শুরু করতে তিনি গুরুত্বারোপ করেছেন।

এই প্রসঙ্গে ইমারতে ইসলামিয়ার পানি সম্পদ মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ হাফিযাহুল্লাহ বলেন, এই ঐতিহাসিক সিদ্ধান্ত দেশের পানি সম্পদ পরিচালনার জন্য আফগান জনগণের দৃঢ় সংকল্পের বহিঃপ্রকাশ। নিজেদের পানি সম্পদ যথাযথভাবে ব্যবস্থাপনা করার অধিকার আফগানবাসীর রয়েছে। এই পানি সম্পদ দেশের উন্নয়নের স্বার্থে বিনিয়োগ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

আফগানিস্তানের স্বনির্ভরতা ও পানি সম্পদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথে এই পদক্ষেপ একটি নতুন পর্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা দেশটির অর্থনৈতিক জাগরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য যে, ৪৮০ কিলোমিটার দীর্ঘ কুনার নদী আফগানিস্তানের নানগারহার প্রদেশ হয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সংযুক্ত হয়েছে। পাকিস্তান অংশে এটি চিত্রাল নদী নামেও পরিচিত।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/y6fykm3h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, স্কুল ও সমাজ—ইসলামী ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ: আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহ
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতি চুক্তিতে দৈনিক ২০০০ টন ত্রাণ প্রবেশের কথা থাকলেও দখলদার ইসরায়েলি বাধায় প্রবেশ করছে মাত্র ৭৫০ টন