
দুই শটবিশিষ্ট রাশিয়ান 23-ZU মডেল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করেছে ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ৩১৩ তম কেন্দ্রীয় আর্মি কোর। উক্ত কোরের ১ম পদাতিক ব্রিগেডের অন্তর্গত আর্টিলারি সেনা কর্মকর্তাগণ এই সংস্কার কার্যক্রম পরিচালনা করেছেন। শত্রুর আক্রমণ মোকাবেলার লক্ষ্যে সচলকৃত এই প্রতিরক্ষা ব্যবস্থা কৌশলগত অবস্থানে স্থাপন করা হয়েছে।
ইমারতে ইসলামিয়ার ৩১৩ তম সেন্ট্রাল আর্মি কোর তাদের এক্স পোস্টের বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সেন্ট্রাল আর্মি কোরের সেনাসদস্যগণ। এই ধরনের উন্নত সামরিক অস্ত্রশস্ত্র ও যন্ত্রপাতি ক্রমাগত রক্ষণাবেক্ষণ করার গুরুত্ব তারা তুলে ধরেছেন। একইসাথে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষতার সাথে ব্যবহারের প্রতিও তারা গুরুত্বারোপ করেছেন।
উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী হয়ে উঠেছে। সম্প্রতি উল্লেখযোগ্য সংখ্যক রাশিয়ান সামরিক ট্যাংক ও ওরাগান ক্ষেপণাস্ত্র সচল করেছে ইমারতে ইসলামিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়। একইসাথে আর্টিলারি সামরিক অস্ত্র পরিচালনায় উল্লেখযোগ্য সংখ্যক সেনাসদস্য প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4es8udbn


