
বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানি করায় বাদল বিশ্বাস নামে এক হিন্দু প্রভাষককে কলেজের অভ্যন্তরীণ কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ২৬ অক্টোবর এ ঘটনার সত্যতা স্বীকার করে কলেজের অধ্যক্ষ আ ন ম আব্দুল হালিম।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানিয়েছেন, সম্প্রতি প্রভাষক বাদল বিশ্বাস বিভিন্ন সময় তাকে সরাসরি, মোবাইল ফোনে ও অনলাইনে যৌন হয়রানির চেষ্টা করেছে। অভিযোগে উল্লেখ করা হয়, বৈবাহিক সূত্রে চট্টগ্রামে বসবাস করলেও পরীক্ষাসহ একাডেমিক কারণে তিনি মাঝে মাঝে কলেজে অবস্থান করতেন। সেই সুযোগে ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার ভয় দেখিয়ে শিক্ষক বাদল বিশ্বাস তাকে আপত্তিকর প্রস্তাব দেয়।
এছাড়া বরিশাল শহরে একান্তে দেখা করার জন্য চাপ প্রয়োগ এবং ক্লাসে ডেকে শ্লীলতাহানির চেষ্টার কথাও উল্লেখ করেছে শিক্ষার্থী। তিনি জানান, সামাজিক লোকলজ্জার কারণে বিষয়টি প্রথমে প্রকাশ করেননি। সম্প্রতি অভিযুক্ত শিক্ষক হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে বারবার অশোভন বার্তা পাঠিয়ে তাকে হয়রানি করছিল।
ঘটনার পর গত ৪ অক্টোবর ভুক্তভোগী শিক্ষার্থী কলেজের অধ্যক্ষ আ.ন.ম. আব্দুল হালিম এবং গভর্নিংবডির সভাপতি মেহেরুন্নেসা শিরিন বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ পাওয়ার পর কলেজ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠনের নামে ঘটনাটি আড়াল করা চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।
তথ্যসূত্র:
1. ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বহিষ্কার
– https://tinyurl.com/3wc7zwrh


