স্বনির্ভরতা অর্জনের প্রয়াসে আরও একটি জলবিদ্যুৎ কেন্দ্র ও ট্রান্সমিশন লাইন সক্রিয় করল ইমারতে ইসলামিয়া

0
44

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের গেরেস্ক জেলায় ৪.৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জলবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছে ইমারতে ইসলামিয়ার বিদ্যুৎ বিভাগ দ্যা ব্রেশনা শেরকাত (ডিএবিএস)। একই সাথে ১১০ কেভি বিদ্যুৎ ট্রান্সমিশন লাইনের দ্বিতীয় সার্কিট সম্প্রসারণ প্রকল্পের কাজ সমাপ্তি শেষে উদ্বোধন করা হয়েছে। এই ট্রান্সমিশন লাইন কাজাকি বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালন সহজতর করবে।

গত ২৫ অক্টোবর ইমারতে ইসলামিয়ার বিদ্যুৎ বিভাগের অফিসিয়াল এক্স পোস্টের বার্তায় এই তথ্য জানানো হয়।

আমদানি নির্ভরতা কমিয়ে নিজ দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইমারতে ইসলামিয়া সরকার। উক্ত প্রকল্প দু’টির বাস্তবায়ন এই চলমান প্রচেষ্টার অংশ বলে তুলে ধরেছে বিদ্যুৎ বিভাগ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমারতে ইসলামিয়ার বিদ্যুৎ বিভাগের পরিচালক ড. আব্দুল বারি উমার হাফিযাহুল্লাহ, আলেম-ওলামা এবং প্রদেশের স্থানীয় গণ্যমান্য কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে প্রকল্পসমূহের গুরুত্ব এবং জনকল্যাণমূলক অবকাঠামো রক্ষণাবেক্ষণে স্থানীয়দের ভূমিকা তুলে ধরেছেন ড. আব্দুল বারি হাফিযাহুল্লাহ। এছাড়া বিদ্যুৎ সংশ্লিষ্ট প্রকল্পে বিনিয়োগের প্রতি তিনি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন।

দেশের সক্ষমতাকে কাজে লাগিয়ে ৩,২০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন বিশেষজ্ঞগণ। সারাদেশে বিদ্যুৎ উৎপাদন ও বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণে অসংখ্য প্রকল্প চলমান রয়েছে, যা আফগান বিদ্যুৎ বিভাগের প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন হিসেবে বিবেচনা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4474yj9z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার জন্য দখলদার ইসরায়েলি বাহিনীকে নির্দেশনা দিল সন্ত্রাসী প্রতিরক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধউত্তর প্রদেশে গ্রামের দেওয়ালে ‘আই লাভ মুহাম্মদ’ লেখার অভিযোগ তুলে ০৮ মুসলিম পরিবারে বিরুদ্ধে মামলা