সোনামসজিদ সীমান্তে ভারতীয় ওয়াকিটকি জব্দ

0
87

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে ভারতীয় ওয়াকিটকি জব্দ করেছে বিজিবি। গত ২৬ অক্টোবর গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সীমান্ত থেকে দুইটি ওয়াকিটকি জব্দ করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি।

জানা যায়, রবিবার রাতে সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সীমান্তে টহল দেওয়ার সময় কয়েকজন মানুষের জটলা দেখতে পায় বিজিবি। এ সময় তাদের ধাওয়া করলে তারা একটি কার্টন ফেলে পালিয়ে যায়। ওই কার্টন থেকে এক সেট (দুটি) ওয়াকিটকি জব্দ করা হয়।

৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক গোলাম কিবরিয়া জানান, ২৬ অক্টোবর রাতে দুইটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। এছাড়া ওয়াকিটকিগুলোর টেকনিক্যাল বিষয়গুলো যাচাই বাছাই চলছে।


তথ্যসূত্র:
1. সোনামসজিদ সীমান্তে ভারতীয় ওয়াকিটকি জব্দ
– https://tinyurl.com/4nws2f7r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপুলিশ হেফাজত থেকে ১৫০ লিটার মদসহ তিন মোটরসাইকেল উধাও
পরবর্তী নিবন্ধনাগরিকদের সমন্বিত অংশগ্রহণে স্কুল ও মাদ্রাসার জন্য ৬ মাসে ২৯১ একর জমি বরাদ্দ করল ইমারতে ইসলামিয়া