
চলতি ১৪০৪ হিজরি সৌরসালের (২১ মার্চ ২০২৫ থেকে ২০ মার্চ ২০২৬) প্রথম ৬ মাসে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে বিদ্যালয় ও মাদ্রাসার জন্য মোট ৫৮৯ জেরিব (২৯১ একর) জমি বরাদ্দ করেছে ইমারতে ইসলামিয়া সরকার। ইমারতে ইসলামিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ক্বারী মনসুর আহমাদ হামজা হাফিযাহুল্লাহ গত ২৫ অক্টোবর এক ভিডিও বার্তায় এই তথ্য প্রদান করেছেন। উল্লেখ্য যে, ১ জেরিব= ০.৪৯ একর ।
এর মধ্যে ২৯০ জেরিব জমি ইমারতে ইসলামিয়ার কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রদান করা হয়েছে। অবশিষ্ট ২৯৯ জেরিব জমি শিক্ষা অনুরাগী ও স্থানীয় নাগরিকদের পক্ষ থেকে সদকায়ে জারিয়া হিসেবে প্রদান করা হয়েছে।
এছাড়া বিগত কয়েক বছরে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সংশ্লিষ্ট ও প্রশাসনিক কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ২২৬৫ জেরিব (প্রায় ১১২০ একর) ব্যক্তিগত জমি এবং ৩৭১ জেরিব জমি আমিরাতি সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়েছে।
জমি প্রদান এবং অন্যান্য সহযোগিতার মাধ্যমে দেশের শিক্ষা খাতে অবদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়ার শিক্ষা মন্ত্রণালয়। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও শক্তিশালী করণে জনগণের এই সহযোগিতা অত্যন্ত কার্যকরী ভূমিকা রেখেছে বলে জানিয়েছে উক্ত মন্ত্রণালয়।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/hy48fa25
2. https://tinyurl.com/4bfhdhds


