
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের খোস্ত প্রদেশে প্রায় ২৩০,০০০ মার্কিন ডলার ব্যয়ে একটি বাঁধ, খাল এবং রিটেইনিং ওয়াল (মাটিধারণ দেয়াল) নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। খোস্ত প্রদেশের গভর্নর আবদুল্লাহ মুখতারের (হাফিযাহুল্লাহ) উপস্থিতিতে এই প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এই উন্নয়ন প্রকল্পের মোট ব্যয় ২২৯,৭৮৩ মার্কিন ডলার, যা খোস্ত প্রদেশের কৃষি ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাবুল আঞ্চলিক ইনস্টিটিউটের জেনারেল ডিরেক্টর এহসানুল্লাহ হকিয়ার(হাফিযাহুল্লাহ), খোস্ত পানি ও জ্বালানি বিভাগের পরিচালক মৌলভী আব্দুল কাইয়ুম সাবেত(হাফিযাহুল্লাহ), স্থানীয় কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
এই প্রকল্পে ২.২৫ মিটার উচ্চতা ও ১৪৫ মিটার দৈর্ঘ্যের একটি বাঁধ, প্রায় ৫০০ মিটার দীর্ঘ একটি খাল, এবং ৪১৬ মিটার লম্বা ও ৩.৭৫ মিটার উঁচু একটি মাটিধারণ দেয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে। কাজটি এক বছরের মধ্যে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
খোস্ত প্রদেশের পানি ও জ্বালানি বিভাগের তত্ত্বাবধানে এবং এফ.ই.ও. সংস্থার আর্থিক সহায়তায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে। প্রকল্পটি সম্পন্ন হলে প্রায় ২,১২০ একর জমি সেচ সুবিধার আওতায় আসবে, যা স্থানীয় কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও জীবিকা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
তথ্যসূত্র:
1. کار پروژه یک سربند، کانال و دیوار استنادی در ولایت خوست با هزینه نزدیک به 230 هزار دالر آمریکایی آغاز گردید
در منطقه پیران شمل در مربوطات مرکز ولایت خوست کار
– https://tinyurl.com/3bfbkxh8


