
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা কোনও সমাধান ছাড়াই শেষ হয়েছে।
সূত্র মতে, পাকিস্তান প্রতিনিধি দল বৈঠকে বেশ কিছু দাবি উপস্থাপন করেছিল, যা আফগান প্রতিপক্ষ ও মধ্যস্থতাকারীগণ অযৌক্তিক বলে গণ্য করেছিল। পাকিস্তানের অন্যতম একটি দাবি ছিল, পাকিস্তানের বিদ্রোহী গোষ্ঠীদের নিয়ন্ত্রণে আফগানিস্তানের প্রত্যক্ষ হস্তক্ষেপ করা। জবাবে ইমারতে ইসলামিয়ার প্রতিনিধিগণ জানান, অন্য দেশের নাগরিকদের নিয়ন্ত্রণ করা তাদের দায়িত্ব নয়। বরং পাকিস্তানের বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহার হবে না বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইমারতে ইসলামিয়া।
অপরদিকে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের দাবি ছিল, পাকিস্তান কর্তৃপক্ষকে আফগান আকাশসীমা লঙ্ঘন করা থেকে মার্কিন ড্রোনকে বিরত রাখতে হবে এবং পাকিস্তান ভূখণ্ডে সক্রিয় আইএস বিদ্রোহী গোষ্ঠীদের দমন করতে হবে। প্রাথমিক পর্যায়ে পাকিস্তান পক্ষ এই দাবিগুলোতে সম্মত হয়। কিন্তু পরবর্তীতে মার্কিন অভিযানে তারা হস্তক্ষেপ করতে পারে না বলে সংশ্লিষ্ট দাবিটি মানতে অস্বীকৃতি জানায়। উল্লেখ্য যে, পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই মার্কিন ড্রোন আফগানিস্তানে প্রবেশ করে।
সূত্রমতে, উক্ত শান্তি প্রক্রিয়াকে ব্যর্থ করার জন্য পাকিস্তান প্রতিনিধি দলের সমালোচনা করেছেন মধ্যস্থতাকারী দল।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4h6mynjd


