মাজার-ই-শরিফে ২৪৭ মিলিয়ন আফগানি ব্যয়ে আধুনিক ভূগর্ভস্থ শপিং মল উদ্বোধন

0
157

২৩ অক্টোবর, বৃহস্পতিবার মাজার-ই-শরিফ শহরে আধুনিক বাণিজ্য অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ২৪৭ মিলিয়ন আফগানি ব্যয়ে নির্মিত “মাজার-ই-শরিফ শপিং মল” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

রওজা-এ-মুবারকের উত্তর পাশে, নাসের খসরু বালখি সড়কে অবস্থিত এই ভূগর্ভস্থ শপিং কমপ্লেক্সটি তিন জেরিবেরও বেশি অর্থাৎ প্রায় ৬,০০০ বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত হয়েছে। এখানে আধুনিকভাবে নির্মিত ২০০টি দোকান রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মাজার-ই-শরিফ পৌরসভার উপ-মেয়র মৌলভি মোহাম্মদ নাসিম আবিদ হাফিজাহুল্লাহ বলেন, “আলহামদুলিল্লাহ, বর্তমানে দেশব্যাপী বৃহৎ উন্নয়ন ও অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। কয়েক বছরের মধ্যেই মাজার-ই-শরিফ শহর আধুনিক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হবে।”

পৌরসভার প্রযুক্তি বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ জাভেদ মায়ার হাফিজাহুল্লাহ অনুষ্ঠানে প্রকল্পটির বিস্তারিত উপস্থাপন করেন এবং কেন্দ্রটির ব্যয় ও পরিসর সম্পর্কিত তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় কর্তৃপক্ষের মতে, নতুন এই শপিং সেন্টার মাজার-ই-শরিফ শহরের নগর উন্নয়ন পরিকল্পনার একটি অংশ। এটি শহরের অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং ব্যবসায়ী ও নাগরিকদের জন্য উন্নত বাণিজ্যিক সুবিধা নিশ্চিত করবে।


তথ্যসূত্র:
1. New Underground Shopping Center Inaugurated in Mazar-e-Sharif
– https://tinyurl.com/yuku3zn3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় যবিপ্রবি শিক্ষার্থীকে হত্যার হুমকি
পরবর্তী নিবন্ধকুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবদল নেতা আটক