
কক্সবাজারের টেকনাফ থেকে সাগরে মাছ ধরে ফেরার পথে মিয়ানমারের বিচ্ছিন্নতা বাদী সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মির হাতে আবারো সাত বাংলাদেশি জেলে আটক হয়েছে। গতকাল (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমদ।
তিনি বলেন, টেকনাফ পৌরসভার কে. কে. পাড়ার শাওন এর মালিকানাধীন হামিদ মাঝির পরিচালিত একটি ট্রলার সাগরে মাছ ধরতে যায়। মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা সাত জেলেকে আটক করে নিয়ে যায়।
টেকনাফ কে. কে. পাড়ার জেলে নেতা ইমাম হোছাইন বলেন, টেকনাফের কে. কে. পাড়া ঘাট থেকে গতকাল সন্ধ্যার পরে কয়েকটি ট্রলার সাগরে মাছ ধরতে গেলে আরাকান আর্মির কবলে পড়ে। পরে আরাকান আর্মি সদস্যরা তাদের ট্রলার ও মাছসহ ধরে নিয়ে যায়।
মিয়ানমারের একটি সংবাদ মাধ্যম জানায়, উপকূলীয় নিরাপত্তা উপ-ইউনিট সন্ধ্যা ৭টার দিকে একটি কাঠের নৌকায় করে সাগরে টহল দেয়। টহল চলাকালীন রাতে টেকনাফ থেকে আসা একটি কাঠের নৌকা উপকূলরেখা থেকে প্রায় ২.১৪ কিলোমিটার পশ্চিমে আরাকান অঞ্চলের মংডু টাউনশিপের কাছে সাগরে মাছ শিকার করতে দেখা যায়। এ সময় উক্ত মাছ ধরার নৌকাটি সহ ৭ জন জেলেকে আটক করা হয়।
তথ্যসূত্র:
1. আরাকান আর্মির হাতে আটক আরো ৭ জেলে
– https://tinyurl.com/4u24zjrx


