৩ জনকে হত্যা, খাগড়াছড়িতে ইউপিডিএফের বিচারের দাবিতে বিক্ষোভ

0
96

খাগড়াছড়ি সদর ও গুইমারা এলাকায় ইউপিডিএফ-এর হামলায় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং সন্ত্রাসীদের গুলিতে তিনজন সাধারণ পাহাড়ি নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।

গত ২৯ অক্টোবর সকাল ১১টায় জেলা শহরের চেঙ্গী স্কোয়ার থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে মুক্ত মঞ্চে গিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইউপিডিএফ সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। তারা নিরীহ বাঙালির ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, দোকানপাটে আগুন দিচ্ছে, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানেও হামলা চালাচ্ছে। বক্তারা এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে আরও বলা হয়, প্রশাসন যদি সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তবে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।


তথ্যসূত্র:
1. ৩ জনকে হত্যা, খাগড়াছড়িতে ইউপিডিএফের বিচারের দাবিতে বিক্ষোভ
– https://tinyurl.com/32866mzm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআরও ৭ বাংলাদেশি জেলেকে আটক করেছে আরাকান আর্মি
পরবর্তী নিবন্ধঅর্থনৈতিক সহযোগিতা জোরদারে কাজাখস্তান ও ইমারতে ইসলামিয়ার উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত