গাজায় ইসরায়েলি গণহত্যার পক্ষে সাফাই গাওয়ায় নিউইয়র্ক টাইম বয়কট করলো ৩০০ আন্তর্জাতিক গবেষক ও লেখক

0
114

গাজায় চলমান ইসরায়েলি গণহত্যায় সন্ত্রাসীদের পক্ষপাতিত্বের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক পত্রিকা নিউইয়র্ক টাইমসকে বয়কট করেছে ৩০০’রও বেশি আন্তর্জাতিক গবেষক ও লেখক। তারা নিউইয়র্ক টাইমস কলাম লেখা, উদ্ধৃতি করা থেকে বয়কট করেছেন।

গবেষক ও লেখকদের এক নেতা গণমাধ্যমকে বলেছেন, যতক্ষণ পর্যন্ত নিউইয়র্ক টাইমস তাদের ভুল শিকার না করবে ততক্ষণ তাদেরকে বয়কট করা হলো। তাদের বিরুদ্ধে করা অভিযোগ সমূহের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে।

সোমবার ( ২৭ অক্টোবর) লেখক ও গবেষকদের একটি দল এই বিষয়ক একটি প্রেস রিলিজ প্রকাশ করে। তারা বলছেন নিউইয়র্ক টাইমসের অপিনিয়ন বা মন্তব্য পাতায় গাজায় ইসরায়েলি গণহত্যা নিয়ে ইসরায়েলি পক্ষপাত ও মিথ্যাচার করা হয়েছে। পক্ষপাত নিউজ প্রকাশের প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক লেখক-গবেষকরা নিউইয়র্ক টাইমসকে জবাবদিহিতার আওতায় আনার দাবি করেছেন।

আন্তর্জাতিক লেখক-গবেষকরা বলছেন, নিউইয়র্ক টাইমস ইচ্ছাকৃত দীর্ঘদিন যাবত ফিলিস্তিনের বিরুদ্ধে পক্ষপাতমূলক সংবাদ প্রকাশ করে আসছে।

স্বাক্ষরকারী ৩০০ লেখকদের মাঝে নিউইয়র্ক টাইমসে দায়িত্ব পালন করেছে এমন ১৫০ জন লেখকও রয়েছেন।


তথ্যসূত্র:
1. New York Times faces fresh backlash as over 300 writers vow boycott citing anti-Palestinian bias
– https://tinyurl.com/3u9fsj2b

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান জিহাদের প্রসিদ্ধ আলেম ও মুজাহিদ নেতা মৌলভী আহমাদুল্লাহ নানি রহিমাহুল্লাহ’র ইন্তেকালে ইমারতে ইসলামিয়ার শোকবার্তা
পরবর্তী নিবন্ধমহারাষ্ট্রে ‘আওরঙ্গবাদ’ রেল স্টেশনের নাম পরিবর্তন করে ‘সম্ভাজি নগর’ করলো উগ্র হিন্দুত্ব-বাদী বিজেপি সরকার