
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের ঐতিহ্যবাহী কার্পেট শিল্পে এ বছর ব্যাপক অগ্রগতি লক্ষ্য করা গেছে। হেরাত চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট জানিয়েছে, চলতি বছরে আফগান কার্পেটের রপ্তানি গত বছরের তুলনায় ৭০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের দেশে প্রত্যাবর্তনের পর স্থানীয় উৎপাদন বেড়ে যাওয়ায় এই প্রবৃদ্ধি ঘটেছে।
হেরাত চেম্বারের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আমিন বলেন, “পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের ফেরার পর পূর্বে পাকিস্তানে বোনা আফগান কার্পেট এখন দেশে উৎপাদিত হচ্ছে এবং আফগানিস্তানের নামেই আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হচ্ছে।”
আগে আফগানদের হাতে তৈরি অনেক কার্পেট ইরান ও পাকিস্তানের নাম ব্যবহার করে বিদেশে বিক্রি হতো। এখন সেই কার্পেট সরাসরি আফগানিস্তানের কাস্টমসের মাধ্যমে রপ্তানি হচ্ছে। বর্তমানে দেশে উৎপাদিত ৯৯ শতাংশ কার্পেট বিদেশে বিক্রি হচ্ছে, যা সম্পূর্ণ হাতে বোনা ও ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি।
আফগান কার্পেট প্রযোজক ও রপ্তানিকারক সমিতির সদস্য মোহাম্মদ রফি নাদারি বলেন, “দেশে তৈরি কার্পেটের মাত্র ১ শতাংশ স্থানীয়ভাবে ব্যবহৃত হয়। বাকি ৯৯ শতাংশ আন্তর্জাতিক ক্রেতাদের জন্য তৈরি করা হয় এবং বিশ্বের বিভিন্ন প্রদর্শনীতে প্রদর্শিত হয়।”
কারিগরি নিপুণতা, সূক্ষ্ম নকশা এবং উজ্জ্বল রঙের জন্য আফগান কার্পেট বিশ্বব্যাপী সমাদৃত। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে এসব কার্পেটের উৎপাদন সবচেয়ে বেশি হয়। আফগান কার্পেট প্রযোজক ও রপ্তানিকারক সমিতির তথ্য অনুযায়ী, শুধু পশ্চিমাঞ্চলেই প্রায় চার লাখ মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত।
তথ্যসূত্র:
1. Afghan Carpet Exports Surge by Over 70% This Year
– https://tinyurl.com/ypa9z34z


