অবৈধ পপি চাষের বদলে বৈধ কৃষি উন্নয়নে পাঁচ বছরের পরিকল্পনা গ্রহণ করেছে ইমারতে ইসলামিয়া

0
67

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কৃষি, সেচ ও পশুপালন মন্ত্রণালয় (MAIL)দেশের কৃষকদের জন্য হালাল ও টেকসই অর্থনৈতিক সুযোগ সৃষ্টির লক্ষ্যে পাঁচ বছরের একটি বিকল্প জীবিকা পরিকল্পনা অনুমোদনের ঘোষণা দিয়েছে।

আফগানিস্তানে পপি চাষ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার পর থেকে কৃষকদের বিকল্প জীবিকার পথে ফিরিয়ে আনতে ইমারতে ইসলামিয়া বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে তারই ধারাবাহিকতায় এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

কৃষি, সেচ ও পশুপালন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, পাঁচ বছরের এই প্রকল্পটি বাস্তবায়ন ও কৃষিজ পণ্যের মূল্য শৃঙ্খল (ভ্যালু চেইন) উন্নয়নের জন্য প্রায় ৪.৭৯ বিলিয়ন আফগানি প্রয়োজন। এই প্রকল্পের মাধ্যমে ১,৪৯,৯০০ জন কৃষক সরাসরি এবং ১০ লাখ ৪৯ হাজারেরও বেশি মানুষ পরোক্ষভাবে উপকৃত হবেন। যা দেশের গ্রামীণ অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র শের মোহাম্মদ হাতামী হাফিজাহুল্লাহ জানান, এই পরিকল্পনা কৃষি, পশুপালন, প্রাকৃতিক সম্পদ ও সেচ খাতে কৃষকদের জন্য হালাল এবং টেকসই অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে। এই প্রকল্পের আওতায় শস্য উৎপাদন, পশুপালন বৃদ্ধি, সেচ ব্যবস্থার আধুনিকীকরণ, গ্রীনহাউস স্থাপন এবং কৃষক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা-সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হবে।

মন্ত্রণালয় আরও জানায়, আফগানিস্তানের জলবায়ু ও অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে কৃষকদের জন্য জাফরান, তুলা, গমসহ বেশ কিছু বৈধ ও লাভজনক ফসলকে বিকল্প হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

শের মোহাম্মদ হাতামী আরও জানান, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কৃষি মন্ত্রণালয় কৃষকদের বৈধ, টেকসই ও বরকতময় কৃষি উৎপাদনের পথে সহায়তা ও দিকনির্দেশনা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

পপি চাষ বন্ধের পর ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের নেওয়া এই পাঁচ বছরের বিকল্প জীবিকা পরিকল্পনা দেশের কৃষি খাতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। এটি শুধুমাত্র কৃষকদের বৈধ জীবিকার সুযোগ-ই সৃষ্টি করবে না, বরং আফগানিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা, রপ্তানি সম্ভাবনা এবং গ্রামীণ উন্নয়নেও বড় অবদান রাখবে। পরিকল্পনাটি যথাযথভাবে বাস্তবায়িত হলে এটি আফগান কৃষকদের জীবনে স্থায়ী পরিবর্তন আনবে এবং কৃষকরা অবৈধ পপি চাষ থেকে বৈধ উৎপাদনের পথে ফিরে গিয়ে একটি সমৃদ্ধ ও টেকসই কৃষি অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে।


তথ্যসূত্র:
1. Afghanistan Approves Five-Year Plan to Replace Poppy Cultivation
– https://tinyurl.com/4mj2u4rp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালি: রাজধানী বামাকোর আরও কাছাকাছি জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল-মুসলিমিন
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে অবস্থানরত পাক শরণার্থীদের স্বদেশে ফিরিয়ে নিতে ইমারতে ইসলামিয়ার প্রস্তাব, পাকিস্তানের অস্বীকৃতি