নিখোঁজের তিনদিন পর অটোচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

0
69

মুন্সীগঞ্জে নিখোঁজের তিনদিন পর সদর উপজেলার পূর্ব রতনপুর এলাকার একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় মোহাম্মদ মজিবল (৪৫) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে (০৩ নভেম্বর) লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ মজিবল মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকার বাধন সরকারের গ্যারেজে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলার চর কুশারিয়া এলাকায়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে মজিবল লৌহজংয়ের মাওয়া যাওয়ার উদ্দেশ্যে গ্যারেজ থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর তার ছেলে রাসেল মিয়া রবিবার মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ০৩ নভেম্বর সকালে পূর্ব রতনপুর এলাকার খালে হাত-পা বাঁধা অবস্থায় ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে একজন পরিশ্রমী অটোচালককে হত্যা করে খালে ফেলে দেওয়া অত্যন্ত নৃশংস কাজ। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।


তথ্যসূত্র:
1. নিখোঁজের তিনদিন অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
– https://tinyurl.com/2mjfw7vw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তর আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৭, আহত অন্তত ১৫০
পরবর্তী নিবন্ধশেরপুরে মসজিদে হামলা চালালো মাদকাসক্ত তিন যুবক, আসবাবপত্র ভাঙচুর