এবার রাশিয়ায় আপেল রপ্তানির সূচনা করল ইমারতে ইসলামিয়া

0
89

আনারের পর এবার রাশিয়ায় আপেল রপ্তানির সূচনা করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। দেশটির কান্দাহার প্রদেশ থেকে রাশিয়ায় আপেলের প্রথম চালান রপ্তানির জন্য প্রেরণ করা হয়েছে। ইমারতে ইসলামিয়ার কান্দাহার কৃষি, সেচ ও প্রাণিসম্পদ বিভাগ ৪ নভেম্বর মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।

কিছুদিন পূর্বেই আনার ফলের প্রথম চালান রপ্তানি সম্পন্ন করেছিল কান্দাহার কৃষি বিভাগ। এবার আপেলের রপ্তানি সূচনার মাধ্যমে আরও এক ধাপ অগ্রগতি সাধন করল ইমারতে ইসলামিয়ার রপ্তানি বাণিজ্য।

প্রাদেশিক কৃষি বিভাগের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মদ হানিফ হাকমল হাফিযাহুল্লাহ বলেন, বর্তমান চালানে ৫০ টন আপেল রয়েছে, যার রপ্তানিমূল্য ১ লক্ষ ডলার। চলতি বছর রাশিয়ায় প্রায় ১ হাজার টন আপেল রপ্তানির পরিকল্পনা আছে বলেও তিনি উল্লেখ করেন।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5r9rdyr6
2. https://tinyurl.com/tpt43p78

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅভিযোগ থাকা সত্ত্বেও চবির পদোন্নতি বোর্ডে ইসকনঘনিষ্ট ও র-এর এজেন্ট কুশল বরণ চক্রবর্ত্তী
পরবর্তী নিবন্ধআল্লাহ ও রাসূল (ﷺ)-কে নিয়ে কটুক্তির ঘটনায় চাঁদপুরে বিক্ষোভ