আল্লাহ ও রাসূল (ﷺ)-কে নিয়ে কটুক্তির ঘটনায় চাঁদপুরে বিক্ষোভ

0
142

চাঁদপুরের পুরানবাজারে ইসকন সদস্য কর্তৃক আল্লাহ ও রাসূল (ﷺ)-কে নিয়ে কটুক্তির অভিযোগে হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখা ও স্থানীয় তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৪ নভেম্বর) বাদ যোহর পুরানবাজার লোহারপুল এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা লিয়াকত হোসাইন, সহ-সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, ফারুক মুহাম্মদ নোয়াইম, মাওলানা ইলিয়াস ফরিদী এবং সদর থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী নুরে আলম।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন হাফেজ কারী আব্দুর রশিদ, মাওলানা আশেক এলাহী, মাওলানা খলিলুর রহমান ও বেলাল হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, চাঁদপুরের মানুষ ধর্মপ্রাণ ও শান্তিপ্রিয়। এই ঘটনায় কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পুরানবাজার বড় মসজিদের সামনে গিয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর রাতে চাঁদপুর শহরের পুরানবাজার এলাকা থেকে জয় বর্মণ নামের এক যুবককে আল্লাহ ও রাসূল (ﷺ)-কে নিয়ে কটূক্তির অভিযোগে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


তথ্যসূত্র:
1. আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তির ঘটনায় চাঁদপুরে বিক্ষোভ
– https://tinyurl.com/2fh68vvu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার রাশিয়ায় আপেল রপ্তানির সূচনা করল ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট: ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনীতে আরও ৪৫০ সদস্যের সফল সামরিক প্রশিক্ষণ সম্পন্ন