ইমারতে ইসলামিয়ার গোয়েন্দা প্রধানের নেতৃত্বে ইস্তাম্বুলে আসন্ন শান্তি আলোচনায় তালিবান প্রতিনিধি দল

0
158

যুদ্ধবিরতি আলোচনার ধারাবাহিকতায় ৬ নভেম্বর আরও এক দফায় পাকিস্তান প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন তালিবান প্রতিনিধি দল। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আসন্ন শান্তি আলোচনা বৈঠকে অংশগ্রহণের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল চূড়ান্ত করেছে ইমারতে ইসলামিয়া সরকার। এর আগে কাতার ও ইস্তাম্বুলে কয়েক দফায় বৈঠকের ফলে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

আসন্ন এই বৈঠকে ইমারতে ইসলামিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন গোয়েন্দা বিভাগের প্রধান মৌলভী আব্দুল হক ওয়াসিক হাফিযাহুল্লাহ। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যগণের মধ্যে রয়েছেন ইমারতে ইসলামিয়ার জ্যেষ্ঠ সদস্য মৌলভী আনাস হাক্কানি হাফিযাহুল্লাহ, স্বরাষ্ট্র উপমন্ত্রী মৌলভী রহমতুল্লাহ নাজিব হাফিযাহুল্লাহ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক প্রধান মৌলভী আবদুল কাহার বালখি হাফিযাহুল্লাহ, রাজনীতি বিষয়ক ২য় উপপ্রধান জাকির জালালী হাফিযাহুল্লাহ এবং কাতার নিযুক্ত ইমারতে ইসলামিয়ার রাষ্ট্রদূত সোহেল শাহীন হাফিযাহুল্লাহ। শান্তি আলোচনায় যোগ দিতে সংশ্লিষ্ট প্রতিনিধি দল ৫ নভেম্বর ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

অপরদিকে পাকিস্তান গোয়েন্দা বিভাগ (আইএসআই) এর প্রধান আসিম মালিক পাক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবে বলে জানা গেছে।

আসন্ন বৈঠকে উভয় দেশের মধ্যে দীর্ঘমেয়াদি নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক স্থিতিশীলতার লক্ষ্যে একটি মজবুত কাঠামো প্রতিষ্ঠা করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1.Afghan delegation finalized for key Istanbul talks with Pakistan
– https://tinyurl.com/4zx7su8s
2.Afghan intelligence chief travels to Turkey for talks with Pakistan ahead of Istanbul meeting
– https://tinyurl.com/2s42svku

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধড. জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ায় জবিতে প্রতিবাদ
পরবর্তী নিবন্ধবুরকিনায় জান্তার সদর দপ্তর ও সামরিক পোস্টে মুজাহিদদের হামলা: ৬টি সামরিক অবস্থান বিজয়