
বিশ্ববিখ্যাত ইসলামি বক্তা ড. জাকির নায়েকের (হাফিযাহুল্লাহ) বাংলাদেশে সফর নিয়ে কূটনৈতিক অঙ্গনে সৃষ্ট আলোচনার প্রেক্ষিতে বাংলাদেশ সরকারকে সফরের অনুমতি প্রদানের আহ্বান জানিয়েছে উলামা-জনতা ঐক্য পরিষদ।
গত ৫ নভেম্বর সংগঠনটির মুখ্য সমন্বয়ক নাজমুল হক সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একজন মুসলিম দায়ীকে মুসলিম অধ্যুষিত দেশে প্রবেশে প্রতিবেশী রাষ্ট্রের আপত্তি অগ্রহণযোগ্য।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত সরকারের পক্ষ থেকে ড. জাকির নায়েককে নিয়ে যে আপত্তি জানানো হয়েছে, তা অন্যায্য এবং একজন ধর্মপ্রচারকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক। বাংলাদেশ সরকার নিরাপত্তার অজুহাতে সফর বাতিল করে ‘নতজানু কূটনীতির’ পরিচয় দিয়েছে।
উলামা-জনতা ঐক্য পরিষদ আরও উল্লেখ করে, ‘বিগত সরকার আঞ্চলিক আধিপত্যবাদী ভারতের প্রক্সি হিসেবে কাজ করেছিল এবং ‘হলি আর্টিজেন ট্র্যাজেডি’ এর যে নাটক প্রযোজনা করেছিলো তা ছিলো এ দেশের স্বকীয়তা ও স্বাধীনতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। উক্ত ঘটনায় হাস্যকরভাবে ড. জাকির নায়েককে অভিযুক্ত করে তার যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করে ভারত সরকার। ইসলাম ও মুসলিমদের প্রতি বিদ্বেষ থেকেই তাকে ভারত সরকার মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এই নতজানু অবস্থান গ্রহণযোগ্য নয়। আমরা চাই, ড. জাকির নায়েককে রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ সফরের অনুমোদন দেওয়া হোক।


