নাফ নদীতে আরাকান আর্মির হাতে আটক ৬ জেলে

0
46

কক্সবাজারের টেকনাফে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ছয় রোহিঙ্গা জেলেসহ একটি ট্রলার আটক করেছে। গত ৫ নভেম্বর সন্ধ্যায় শাহপরীর দ্বীপের বদরমোকাম চ্যানেলে ঘটনাটি ঘটে।

আটক জেলেরা টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বলে জানা গেছে। ৬ নভেম্বর বেলা ১১টা পর্যন্ত তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

টেকনাফ পৌরসভা কায়ুকখালীঘাট ট্রলারমালিক সমিতির সভাপতি সাজেদ আহমদ নিশ্চিত করেছেন, আবদুল মতলবের মালিকানাধীন ট্রলারটি মাছ ধরার পর ফেরার পথে নাফ নদীর জলসীমানা অতিক্রম করে নাইক্ষ্যংদিয়ার দিকে চলে যায়। এরপর আরাকান আর্মি ট্রলারসহ ছয় জেলেকে জিম্মি করে নাইক্ষ্যংদিয়ার ফাঁড়িতে নিয়ে যায়।

আটক জেলেদের নাম হলো মো. ইয়াছিন, মো. আয়াছ, আতাউর রহমান, জিয়াউর রহমান, কেফায়েত উল্লাহ ও রশিদ উল্লাহ। এই ঘটনার পর থেকে টেকনাফের জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরও অনেক ট্রলার ঘাটে নোঙর করে রয়েছে।

উল্লেখ্য, নাফ নদীতে জেলেদের অপহরণ এবারই প্রথম নয়। ২৭ অক্টোবর চার বাংলাদেশি জেলে এবং ২৮ অক্টোবর সাত জেলেসহ আরেকটি ট্রলার অপহরণ করা হয়েছিল।

ট্রলারমালিক ও বিজিবি সূত্রে জানা গেছে, গত ১১ মাসে আরাকান আর্মি নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে ৩২৮ জন জেলেকে অপহরণ করেছে। এর মধ্যে ১৮৯ জন জেলেসহ ২৭টি ট্রলার উদ্ধার করা সম্ভব হলেও এখনও ১৩৯ জন জেলে ও ১৮টি ট্রলার রাখাইন রাজ্যের কারাগারে আটক রয়েছেন।


তথ্যসূত্র:
1. নাফ নদীতে আরাকান আর্মির হাতে আটক ৬ রোহিঙ্গা জেলে
– https://tinyurl.com/y7tcstyw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধZU-23 ডুয়াল ক্যালিবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালনায় প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ইমারতে ইসলামিয়ার ৩০ জন সেনাসদস্য
পরবর্তী নিবন্ধবুরকিনা ফাসোতে জান্তা বাহিনীর সামরিক পোস্টে জেএন‌আইএম মুজাহিদদের পৃথক দুটি সফল অভিযান: নিহত অন্তত ৬ শত্রু সেনা