যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ১০৭ টি ত্রাণ প্রবেশের আবেদন প্রত্যাখ্যান করেছে সন্ত্রাসী ইসরায়েল

0
18

চলতি বছরের গত অক্টোবর মাসের ১০ সন্ত্রাসী ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ১০৭টিরও বেশি প্রয়োজনীয় মানবিক সহায়তা ও ত্রাণ প্রবেশের আবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। গত বৃহস্পতিবার (০৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে জাতিসংঘ। এই অনুরোধগুলোর বেশিরভাগই করা হয়েছিল বিদেশি বিভিন্ন এনজিও থেকে।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে বলে, ‘ যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ১০৭ টি মানবিক সহায়তার আবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ওই সকল মানবিক সহায়তার মধ্যে ছিল বিভিন্ন ওষুধ, শীতের পোশাক, কম্বল, পানি ও এর ব্যবস্থাপনা সামগ্রী, বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী।’

জাতিসংঘের মুখপাত্র আরও জানায়, ‘প্রত্যাখ্যান করা এই সকল মানবিক সাহায্যের ৯০ ভাগেরও বেশি ৩৩০টি স্থানীয় ও আন্তর্জাতিক এনজিও থেকে করা হয়েছিল।’
হক আরও বলে, ‘উপরোক্ত ত্রাণ সামগ্রিকে সন্ত্রাসী ইসরায়েল মানবিক ও প্রয়োজনীয় মনে করছে না’।

মানবিক বিষয়ক সমন্বয় অফিস (OCHA) এর উদ্ধৃতি দিয়ে হক উল্লেখ করেছে যে “ইসরায়েলি সেনাবাহিনী মোতায়েন থাকা একাধিক এলাকায়, বিশেষ করে পূর্ব খান ইউনিস, পূর্ব গাজা সিটি এবং রাফায়, প্রতিদিন আবাসিক ভবনের ক্রমাগত বোমা হামলার খবর পাওয়া যাচ্ছে।”

দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক নির্ধারিত কথিত ‘ইয়োলো জোনে’ এসকল হামলা চালানো হচ্ছে। হতাহতের সংখ্যা উল্লেখ করে জাতিসংঘর মুখপাত্র বলে, ‘ ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলা সাধারণ বেসামরিক নাগরিক ও উদ্ধার-কর্মীদের মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।’


তথ্যসূত্র:
1. Israel rejects over 100 aid requests for Gaza since ceasefire: UN
– https://tinyurl.com/42esc767

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে ১৫ বছর বয়সী কিশোরকে গুলি করেছে দখলদার ইসরায়েলি বাহিনী
পরবর্তী নিবন্ধমধ্যপ্রদেশে ১২ মুসলিমের বাড়ী ও দোকান গুঁড়িয়ে দিল হিন্দুত্ববাদী প্রশাসন