বাংলাদেশ সীমান্তে ভারতের নতুন দুটি সেনা ঘাঁটি তৈরি

0
219

ভারত বাংলাদেশের সীমান্তের পাশে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে। পাশাপাশি আসামের ধুবরিতেও নতুন একটি সেনা স্টেশন গড়ে তেুলেছে।

খবরে বলা হয়েছে, প্রতিবেশী দেশের সাথে অর্থাৎ বাংলাদেশের সীমান্তে প্রতিরক্ষা রেখা শক্তিশালী করার জন্য এ দুটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করছে।

গত ৬ নভেম্বর ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় দ্রুত ভারতের উত্তর দিনাজপুরের চোপড়ায় বাংলাদেশ সীমান্তের পাশেই নবনির্মিত ঘাঁটি চালু করা হয়েছে। নতুন এ সেনা ঘাঁটিটি পরিদর্শন করেছে ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি। ভারতের সেনাবাহিনীর এই ইস্টার্ন কমান্ড এ সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি, আর্মি কমান্ডার ইস্টার্ন কমান্ড, চোপড়া ডিফেন্স ল্যান্ডে ব্রহ্মাস্ত্র কর্পসের মোতায়েনরত সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছে। সে সৈন্যদের সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি মান বজায় রাখতে ও সব ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় থাকার আহ্বান জানিয়েছে।

এর আগে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি আসামের সীমান্ত এলাকায় ৪ (গজরাজ) কর্পস সদর দফতর পরিদর্শন করে এবং ধুবরির বামুনিগাঁও এলাকায় লাচিত বরফুকন সামরিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে।


তথ্যসূত্র:
1. New Army Base in WB, Military Station in Assam for Bangladesh Border
– https://tinyurl.com/y5hv73zy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্রগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করলো বিএনপির কর্মীরা
পরবর্তী নিবন্ধTAPI প্রকল্পে বিরোধ মীমাংসার ভিত্তি হিসেবে শরীয়াহকে নিশ্চিত করতে আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহ’র সুদৃঢ় অবস্থান