
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কৃষি, সেচ ও পশুপালন মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরে কান্দাহার প্রদেশ থেকে শুকনো ফল রপ্তানির পরিমাণ ৫ হাজার মেট্রিক টনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে শুকনো ফল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও গুণগত মান উন্নয়নে সরকারের অব্যাহত প্রচেষ্টার ফলে রপ্তানির এ প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে।
কান্দাহার চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান ও আফগান ড্রাই ফ্রুট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি কারি গুল মোহাম্মদ হাফিজাহুল্লাহ জানান, গত বছর কান্দাহার থেকে ৪ হাজার ৫০০ মেট্রিক টন শুকনো ফল রপ্তানি হয়েছিল। উৎপাদন বৃদ্ধি ও বাজার সম্প্রসারণের কারণে এ বছর রপ্তানি ৫ হাজার মেট্রিক টনে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, বলখ, তাখার, হেরাত, গজনী ও কান্দাহারসহ দেশের বিভিন্ন প্রদেশ থেকে আঞ্জির, কিসমিস ও বাদামসহ অন্তত ১৫ ধরনের শুকনো ফল সংগ্রহ করা হয়। এসব পণ্য কান্দাহারের পাসহুরন্দাম এলাকায় প্রক্রিয়াজাত ও প্যাকেজিং করে ভারত, পাকিস্তান এবং ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে।
পাকিস্তানের রপ্তানি রুট বন্ধ থাকায় রপ্তানিকারকরা কিছু সমস্যার মুখে পড়েছেন। তবুও ইরানের আব্বাস ও চাবাহার বন্দর ব্যবহার করে রপ্তানি কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ ও সচেতনতা বিভাগের পরিচালক মৌলভী শের মোহাম্মদ হাতামী হাফিজাহুল্লাহ বলেন, “ইমারতে ইসলামিয়া শুকনো ফল খাতের উন্নয়ন ও ব্যবসায়ীদের সহায়তায় অঙ্গীকারবদ্ধ। বর্তমানে বিদ্যমান চ্যালেঞ্জগুলো দূর করতে আমরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি।
তথ্যসূত্র:
1.Kandahar dried fruit exports reach 5,000 metric tons this year
– https://tinyurl.com/3eebzp9m


