পাঞ্জশির প্রদেশে ৭.৬ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণ করা হল পারান্দে হাইড্রোপাওয়ার ড্যাম

0
79

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে সম্পন্ন হয়েছে দীর্ঘ প্রতীক্ষিত “পারান্দে হাইড্রোপাওয়ার ড্যাম”নির্মাণকাজ। পাঞ্জশির মিডিয়া অফিসের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রকল্পটি এখন বিদ্যুৎ উৎপাদনের জন্যে সম্পূর্ণ প্রস্তুত। এই প্রকল্পটির মাধ্যমে প্রথমবারের মতো পাঞ্জশিরের মানুষ জলবিদ্যুতের সুবিধা পেতে চলেছে।

পাঞ্জশির মিডিয়া অফিসের তথ্যমতে,পারান্দে জলবিদ্যুৎ প্রকল্পটি ইউক্রেনীয় বিদ্যুৎ প্রকৌশলীদের তত্ত্বাবধানে ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান Inter Global Middle East-এর কারিগরি সহায়তায় সম্পন্ন হয়েছে। পুরো প্রকল্পটি নির্মাণে ব্যয় হয়েছে ৭.৬ মিলিয়ন মার্কিন ডলার।

ড্যামটি পাঞ্জশির নদীর পানি দ্বারা পরিচালিত হবে এবং আধুনিক টারবাইনের মাধ্যমে ৪,০০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম, যা ৪,০০০ পরিবারে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। আধুনিক প্রযুক্তিনির্ভর এই বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে পাঞ্জশিরের গ্রামীণ ও শহুরে এলাকাগুলোতে টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। এর ফলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস পাবে, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমবে এবং বনাঞ্চল রক্ষা পাবে।


তথ্যসূত্র:
1.Construction of the “Parande” hydropower dam in Panjshir has been completed
– https://tinyurl.com/yjuf7y2k

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইত্তেহাদুল মুজাহিদিন ও শত্রু বাহিনীর মধ্যে কয়েক ঘন্টার তীব্র লড়াই: হতাহত কয়েক ডজন শত্রু সৈন্য
পরবর্তী নিবন্ধভিডিও || মধ্যপ্রদেশে ১২ মুসলিমের বাড়ী ও দোকান গুঁড়িয়ে দিল হিন্দুত্ববাদী প্রশাসন