চলতি বছর আফগানিস্তানে গম উৎপাদন ৪.৫৪ মিলিয়ন মেট্রিক টন, ফলন বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত

0
107

চলতি বছর আফগানিস্তানে মোট ৪.৫৪ মিলিয়ন মেট্রিক টন গম উৎপাদন হয়েছে। এর মধ্যে ৪.১৩ মিলিয়ন মেট্রিক টন গম সেচনির্ভর এবং ৪০৪ হাজার মেট্রিক টন গম বৃষ্টিনির্ভর জমি হতে সংগ্রহ করা হয়েছে। ৮ নভেম্বর ইমারতে ইসলামিয়ার কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই তথ্য সরবরাহ করেছে।

মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, এই বছর ১.৮৯ মিলিয়ন হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। এর মধ্যে ১.৩৩ মিলিয়ন হেক্টর জমি সেচনির্ভর এবং ৫৬২ হাজার হেক্টর জমি বৃষ্টিনির্ভর জমি।

দেশের কান্দাহার, হেলমান্দ, নিমরুজ, ফারাহ, তাখার ও কুন্দুজ প্রদেশে স্থানীয় চাহিদার তুলনায় অতিরিক্ত গম উৎপাদন হয়েছে। জরুরি প্রয়োজনে ব্যবহারের উদ্দেশ্যে উল্লেখযোগ্য পরিমাণ গম কৃষক হতে ক্রয় করে গম সংরক্ষণাগারে মজুদ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

উল্লেখ্য যে, আফগানিস্তানে বার্ষিক ৬.৮৭ মিলিয়ন মেট্রিক টন গমের চাহিদা রয়েছে। সার্বিক চাহিদা মেটাতে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করে থাকে ইমারতে ইসলামিয়া সরকার। গমের উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে রাসায়নিক সার ও উন্নত বীজ সরবরাহ, কৃষি সরঞ্জামাদি বিতরণ এবং কৃষকদের প্রযুক্তিগত সহযোগিতা প্রদানের উদ্যোগ অব্যাহত রেখেছে ইমারতে ইসলামিয়ার কৃষি মন্ত্রণালয়।


তথ্যসূত্র:
1. امسال در کشور بیش از ۴.۵۴ میلیون متریک تُن گندم تولید شده است
– https://tinyurl.com/2v3dzchu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমোগাদিশুর উপকণ্ঠে আশ-শাবাব মুজাহিদদের হামলা অব্যাহত: হতাহত অসংখ্য শত্রু সেনা
পরবর্তী নিবন্ধনিজেদের প্রযুক্তি নিয়ে অহংকারী হবেন না: পাক প্রতিরক্ষামন্ত্রীর উদ্দেশ্যে ইমারতে ইসলামিয়ার সীমান্ত বিষয়ক মন্ত্রী’