
নিজেদের প্রযুক্তি নিয়ে অহংকারী হবেন না, ঈমানদার আফগান জাতির ধৈর্যের পরীক্ষা করবেন না। গত ৮ নভেম্বর এক সমাবেশে পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের উদ্দেশ্যে এইসব মন্তব্য করেন ইমারতে ইসলামিয়ার সীমান্ত ও উপজাতি বিষয়ক মন্ত্রী মোল্লা নূরুল্লাহ নুরি হাফিযাহুল্লাহ।
আফগানিস্তানে হামলার হুমকি দেয়ায় তিনি পাক প্রতিরক্ষামন্ত্রীকে ‘মানসিক রোগী’ বলে কটাক্ষ করেন। এমন সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আফগানিস্তানের অতীত ইতিহাস ভাল করে অধ্যয়ন করতে তিনি তাকে পরামর্শ দেন।
তিনি আরও বলেন, খাজা সাহেবের ভুলে যাওয়া উচিত নয় যে, রাশিয়া ও আমেরিকা আফগানিস্তান থেকে অনেক দূরে অবস্থিত, অথচ পাঞ্জাব ও সিন্ধু উভয় অংশেই পাকিস্তান আফগানিস্তানের সাথে আবদ্ধ। আফগান-পাকিস্তান যুদ্ধ শুরু হলে আফগানিস্তানের জোয়ান-বৃদ্ধ সকলেই একসাথে লড়তে এগিয়ে আসবে। ইমারতে ইসলামিয়া সরকার রাজনীতির ভাষা যেমন বুঝে, তেমনি বুঝে রণক্ষেত্রে কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয়।
তিনি পাকিস্তানের জনগণকে আফগানদের মুসলমান ভাই বলে সম্বোধন করে বলেন, আমরা আমাদের মুসলমান ভাইদের জন্য কোনও অশান্তি কামনা করি না। অন্যের জন্য সমস্যা তৈরি করা আমাদের নীতির মধ্যে পড়ে না।
তিনি আফগানিস্তানের নীতিগত অবস্থান সম্পর্কে বলেন, আমরা যুদ্ধ চাই না, আমরা কোনও ধরনের সমস্যার জন্ম হোক কিংবা কারও জন্য সমস্যার পরিস্থিতি তৈরি করতে চাই না। আমরা পাকিস্তান ইস্যুতে শান্তি ও সমাধান চাই।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/muek2w94
2. https://tinyurl.com/4465hxuh


