১৫ দিনে দেড় লক্ষাধিক আফগান নাগরিকের স্বদেশ প্রত্যাবর্তন

0
144

গত পনেরো দিনে পাকিস্তান, ইরান ও তুরস্ক থেকে দেড় লক্ষাধিক আফগান নাগরিক নিজ দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছে শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়। ইমারতে ইসলামিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রত্যাবর্তনকারীদের মধ্যে অধিকাংশই পাকিস্তান থেকে ফেরত আসা পরিবার।

শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মুতালিব হাক্কানি হাফিযাহুল্লাহ জানিয়েছেন, “গত ১৫ দিনে পাকিস্তান থেকে ২৪,৭৮৭টি পরিবার, ইরান থেকে ১,২৫১টি পরিবার এবং তুরস্ক থেকে ৬টি পরিবার দেশে ফিরে এসেছেন।”

ফেরত আসা নাগরিকদের মধ্যে আছেন নূরুল্লাহ ও মোহাম্মদ আমিরের মতো প্রাপ্তবয়স্করাও, যারা বহু বছর পর প্রথমবারের মতো মাতৃভূমিতে ফিরে এসেছেন।

মোহাম্মদ আমির জানান: “পাকিস্তানি পুলিশ প্রতিদিন আমাদের সময়সীমা বেঁধে দিত। একদিন বলত এক সপ্তাহ, আবার আরেকদিন এসে বলত তিন দিন। শেষে জোর করেই আমাদের তাড়িয়ে দেয়।”

মোল্লা গুল নামের আরেক জন বলেন: “পাকিস্তান প্রশাসন আমাদের সঙ্গে কঠোর আচরণ করেছে। শুধু আমরা আফগান হওয়ার কারনে তারা আমাদের টাকা ও ফোন কেড়ে নিয়েছে”

বর্তমানে কাবুলের প্রত্যাবাসন শিবিরে সাত হাজারেরও বেশি মানুষ অবস্থান করছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ইমারতে ইসলামিয়ার কর্মকর্তারা আফগান শরণার্থীদের জোরপূর্বক বহিষ্কার না করে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করতে প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।


তথ্যসূত্র:
1. Over 150,000 Afghans Return from Pakistan, Iran, and Turkey in 15 Days
– https://tinyurl.com/msmp26u9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধটঙ্গীর উড়াল সড়কের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ার সফল অভিযানে শতভাগ মাদক মুক্ত আফগানিস্তান