মালির ৬টি রাজ্যে জেএনআইএম মুজাহিদদের ১২টি সফল অভিযান

0
397

সশস্ত্র প্রতিরোধ বাহিনী জেএনআইএম পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জান্তা বাহিনীর বিরুদ্ধে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অন্তত ১২টি পৃথক অপারেশন চালিয়েছেন। মুজাহিদদের এসকল তীব্র আক্রমণে অসংখ্য শত্রু সৈন্য নিহত এবং জান্তা কয়েকটি সামরিক ঘাঁটির পতন ঘটেছে।

আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা গত দু’মাস ধরেই মালির রাজধানী ঘিরে অবরোধ চালিয়ে যাচ্ছেন। এই অবরোধের মাঝেও মুজাহিদিনরা দেশের অন্যান্য অঞ্চলগুলোতে জান্তার বিরুদ্ধে সামরিক অপারেশন জারি রেখেছেন।

আয-যাল্লাকা মিডিয়া গত ১লা নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত মালিতে ‘জেএনআইএম’ এর সামরিক কার্যক্রমগুলো উপস্থাপন করতে ৯টি ফটো কার্ড রিপোর্ট প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে যে, মুজাহিদিনরা এই দিনগুলোতে মালির ৬টি রাজ্যের ১০টি এলাকায় জান্তা ও রাশিয়ার ভাড়াটে মিলিশিয়া বাহিনীকে (আফ্রিকান কর্পস) লক্ষ্য করে অন্তত ১২টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। মুজাহিদদের এসকল অভিযানে কয়েক ডজন জান্তা ও রাশিয়ান সৈন্য হতাহত হয়। সেই সাথে মুজাহিদিনরা ৩টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন।

অভিযানগুলো শেষে মুজাহিদিনরা ঘটনাস্থল থেকে অসংখ্য অস্ত্র শস্ত্র, মোটরসাইকেল এবং গোলাবারুদ বাক্স গনিমত হিসাবে অর্জন করেন। সেই সাথে মুজাহিদিনরা শত্রু বাহিনীর বেশ কিছু সাঁজোয়া যান ধ্বংস এবং কয়েক ডজন মোটরসাইকেল পুড়িয়ে দেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ার সফল অভিযানে শতভাগ মাদক মুক্ত আফগানিস্তান
পরবর্তী নিবন্ধপাকিস্তানে চলমান সংঘাত দেশটির নিজের অভ্যন্তরীণ সমস্যা: মাওলানা ফজলুর রহমান