১২.৮ বিলিয়ন আফগানি ব্যয়ে কাবুলে ২৫৮টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ ইমারতে ইসলামিয়ার

0
61

চলতি অর্থবছরে কাবুল শহরের জন্য কাবুল পৌরসভা ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার আওতায় মোট ২৫৮টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মোট ব্যয় নির্ধারিত হয়েছে ১২.৮ বিলিয়ন আফগানি।

কাবুল পৌরসভার তথ্যানুসারে, ঘোষিত ২৫৮টি প্রকল্পের মধ্যে ইতোমধ্যে ১৭০টি সফলভাবে সম্পন্ন হয়েছে, আর বাকি প্রকল্পগুলো বর্তমানে নির্মাণাধীন রয়েছে।

এছাড়া, কাবুল পৌরসভা জানিয়েছে যে চলমান প্রকল্পগুলোর মধ্যে ১৪২টি প্রকল্পে বর্তমানে বিভিন্ন দাতব্য সংস্থা অর্থায়ন করছে। তবে এসব প্রকল্পের পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্ব সম্পূর্ণভাবে কাবুল পৌরসভার হাতে রয়েছে, যাতে প্রকল্পসমূহ সময়মতো এবং মানসম্মতভাবে সম্পন্ন করা যায়।


তথ্যসূত্র:
1. د کابل ښاروالۍ لخوا په سږ مالي کال کې د کابل ښار لپاره ټولې ۲۵۸ پروژې پلان شوې وې، چې مجموعی مصرف یې ۸/۱۲ میلیارده افغانۍ دی.
– https://tinyurl.com/435ff3rd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে শত্রু সেনা ঘাঁটিতে জেএনআইএম মুজাহিদদের সাহসী অভিযান: হতাহত ১৪৮ এরও বেশি সৈন্য
পরবর্তী নিবন্ধওয়ানা ক্যাডেট কলেজ ও ইসলামাবাদে হামলার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই: ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (IMP)