
মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজার সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরো এক যুবকের মৃত্যু হয়েছে।
গত ১১ নভেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয়।
উল্লেখ্য যে, গত ১০ নভেম্বর সকালে স্থানীয় আধিপত্যের জেরে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক, ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান পক্ষের জিন্নত মীর, হোসেন মীরদের সাথে ফ্রান্স প্রবাসী, বিএনপি নেতা আব্দুর রহিম মোল্লা, ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আওলাদ হোসেন পক্ষের আরিফ মীরদের বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়ে আরিফ মীর (৩৮) নিহত হয়। এসময় ইমরান, রায়হানসহ গুলিবিদ্ধ হয় আরো একাধিক ব্যক্তি।
তথ্যসূত্র:
1. বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত আরো এক যুবকের মৃত্যু
– https://tinyurl.com/fd29ez4t


