
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের নুরিস্থান ও পাঞ্জশির প্রদেশকে প্রথমবারের মতো সড়ক পথের মাধ্যমে যুক্ত করা হয়েছে। নুরিস্থানের ম্যান্ডোল জেলার “চাপা” উপত্যকায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি একটি মানবিক সংস্থার সহায়তায় নির্মাণ করা হয়েছে।
সড়কটির নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৪০ লাখ আফগানি, এবং কাজটি সম্পন্ন করতে সময় লেগেছে পাঁচ মাস।
নুরিস্থানের গভর্নর জয়নুল আবিদীন আবিদ হাফিযাহুল্লাহ বলেন, “মাত্র চার মাস আগে আমরা এই সড়কটি উদ্বোধন করেছিলাম, এবং এখন এর কাজ প্রায় সম্পূর্ণ। এই সড়ক নুরিস্থানের ম্যান্ডোল জেলাকে সরাসরি পাঞ্জশির প্রদেশের সঙ্গে যুক্ত করেছে।”
স্থানীয় অধিবাসীরা জানান, সড়ক না থাকায় তারা দীর্ঘদিন গুরুতর দুর্ভোগে ভুগেছেন, তবে নতুন এই সড়ক নির্মাণের ফলে তাদের বহু সমস্যার সমাধান হয়েছে।
নুরিস্থানের অধিবাসী সুলতান মোহাম্মদ বলেন, “এই সড়ক নির্মাণের ফলে আমাদের বহু সমস্যা দূর হয়েছে। বিশেষ করে রোগী পরিবহন ও পাঞ্জশিরে যাতায়াত এখন অনেক সহজ হয়েছে। এখন আমরা চাইলে উত্তরের প্রদেশগুলোতেও নির্বিঘ্নে যাতায়াত করতে পারি।”
উল্লেখযোগ্য যে, নুরিস্থানকে কুনার প্রদেশের সঙ্গে সংযুক্ত করতে ১২০ কিলোমিটার দীর্ঘ আরেকটি সড়ক নির্মাণকাজও বর্তমানে চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রকল্পটির প্রায় ৭০ শতাংশ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
তথ্যসূত্র:
1. Nuristan and Panjshir Linked by Road for the First Time
– https://tinyurl.com/48mxvtkt


