হেলমান্দ প্রদেশের নাদ আলি জেলায় বেড়েছে চীনাবাদামের উৎপাদন

0
4

হেলমান্দ প্রদেশের নাদ আলি জেলায় এ বছর চীনাবাদামের উৎপাদন বেড়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নাদ আলি জেলায় চীনাবাদামের উৎপাদন গত বছরের ১৫,১৭২ মেট্রিক টন থেকে এ বছর বেড়ে ১৫,৫১৪ মেট্রিক টনে পৌঁছেছে।

হেলমান্দ প্রদেশের কৃষি, সেচ ও পশুপালন বিভাগের পরিকল্পনা ও সমন্বয় শাখার প্রধান শফিউল্লাহ মোবিন হাফিযাহুল্লাহ জানান, “গত বছর ৪,৩৩৫ হেক্টর জমিতে চীনাবাদাম চাষ হয়েছিল। এ বছর চাষের জমি ৪,২৭৪ হেক্টর হলেও উৎপাদন বেড়ে ১৫,৫১৪ মেট্রিক টনে পৌঁছেছে।”

এদিকে, কৃষকেরা চলমান খরাকে উদ্বেগের কারণ হিসেবে দেখছেন এবং মনে করছেন এটি ভবিষ্যতের ফসলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

হেলমান্দের কৃষক কুদরাতুল্লাহ বলেন, “এই বছর জমিতে গম এবং চীনাবাদামের খুব ভালো ফলন হয়েছে। পূর্ববর্তী বছরে ফলন এত ভালো ছিল না। এই বছরের ফসলে কোন রোগ বালাই ছিলনা।

কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, আফিম চাষ নিষিদ্ধ হওয়ার পর অনেক কৃষক বিকল্প ফসল হিসেবে তুলা, সয়াবিন, তিল, চীনাবাদাম এবং ফলের বাগান স্থাপনের দিকে ঝুঁকেছেন।


তথ্যসূত্র:
1. Nuristan and Panjshir Linked by Road for the First Time
– https://tinyurl.com/48mxvtkt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইতিহাসে প্রথমবারের মতো সড়কপথের মাধ্যমে যুক্ত হলো নুরিস্থান ও পাঞ্জশির প্রদেশ
পরবর্তী নিবন্ধময়মনসিংহে আওয়ামী দুর্বৃত্তদের দেয়া আগুনে বাস চালক নিহত, দুজন দগ্ধ