
আফগান-পাকিস্তান সীমান্ত সংঘাত ইস্যুতে পাক প্রশাসনের অযৌক্তিক নীতির সমালোচনা করেছেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে পাকিস্তান পার্টির প্রধান মাওলানা ফজলুর রহমান। গত ৯ নভেম্বর এক বার্তায় তিনি বলেন, পাকিস্তানের অভ্যন্তরে যে সংঘাতগুলো ঘটছে, পাকিস্তানের একান্ত নিজস্ব সমস্যা। এই সমস্যা পাকিস্তান সরকারের নিজ উদ্যোগে সমাধান করা উচিত, এর জন্য অন্য কোনও দেশকে দোষারোপ করা উচিত নয়।
অপরদিকে পাক প্রশাসনের দ্বিমুখী চরিত্র ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাসিন্দাদের প্রতি করা অমানবিক আচরণের সমালোচনা করেছেন প্রদেশটির চিফ মিনিস্টার সোহাইল আফ্রিদি। তিনি বলেন, পাকিস্তানের বাহিনী আমাদের পবিত্র জন্মস্থানকে অপমানিত করেছে। যখন আমরা তাদের কর্মকাণ্ডের সমালোচনা করেছি, তখন তাঁরা আমাদের মসজিদগুলোতে কুকুর বেঁধে রেখেছে। কুকুর আর এই বাহিনীর মধ্যে কোনও পার্থক্য নেই।
তিনি আরও বলেন, খাইবার পাখতুনখোয়া অঞ্চলের নিরপরাধ নাগরিকদের শহীদ করে দেয়া হচ্ছে। এই সংঘাতের জন্ম হয়েছে তখনই, যখন পাকিস্তানি বাহিনী কোনও কারণ ছাড়াই এই অঞ্চলে সামরিক অভিযান শুরু করেছে।
একজন রাজনৈতিক বিশেষজ্ঞ আব্দুল সাদিক হামিদজই মন্তব্য করেন, পাকিস্তানে কূটনৈতিক যন্ত্র এখন আর কাজ করছে না অথবা দুর্বল হয়ে পড়েছে। নির্দিষ্ট একটি গোষ্ঠীর নিকট ক্ষমতা বারবার আবর্তিত হচ্ছে। পাকিস্তানের একটি দল ভিনদেশিদের পরিকল্পিত এই যুদ্ধ ডেকে আনছে। এটি পাঞ্জাব কিংবা সিন্ধুর নিজস্ব যুদ্ধ নয়, বরং পশ্চিমাদের পরিকল্পিত একটি যুদ্ধ, যা এই অঞ্চলে চাপিয়ে দেয়া হচ্ছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/ja55pbpa


