
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি সিএনজিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত ১২ নভেম্বর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসের সামনে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, দুই যুবক চাষাড়া থেকে সাইনবোর্ডগামী একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে। জালকুড়ি এলাকায় পৌঁছালে তারা চালককে থামতে বলে। পরে ফোনে কথা বলার ভান করে অটোরিকশা থেকে নেমে কিছুক্ষণ পর তারা কৌশলে অটোরিকশায় আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে চালক স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে অটোরিকশার ছাউনি ও পেছনের আসন পুড়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহিনূর আলম জানান, ‘ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিসংযোগকারীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারে।’
তথ্যসূত্র:
1. সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে উঠে সিএনজিতে আগুন
– https://tinyurl.com/yapcxyps


