
১৪ নভেম্বর শুক্রবার ইমারতে ইসলামিয়ার এআরজি-প্রেসিডেন্সিয়াল প্রাসাদ প্রাঙ্গণে নবনির্মিত হযরত হাসান বাসরি (রহিমাহুল্লাহ) গ্র্যান্ড মসজিদ উদ্বোধন করেছেন ইমারতে ইসলামিয়ার প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ হাফিযাহুল্লাহ। একই দিনে তিনি উক্ত মসজিদে জুমা’র সালাতও আদায় করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়ার বেশ কয়েকজন মন্ত্রী, কর্মকর্তাবৃন্দ, আলেম-ওলামা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই সময় দেশ, জনগণ ও মুসলিম উম্মাহর কল্যাণের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে।
দ্বিতল বিশিষ্ট এই মসজিদে ১ হাজার মুসল্লি একসাথে নামাজ পড়তে পারবেন। এতে ১টি প্রধান গম্বুজ ও ৪টি মিনার রয়েছে। মসজিদে লাইব্রেরি ও ইলম চর্চার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি এতে বিদ্যুৎ, ইন্টারনেট, সাউন্ড সিস্টেম, তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। মূল মসজিদ ভবনটি ৬২৭ বর্গমিটার ভূমির উপর নির্মিত হয়েছে, এছাড়া মসজিদ প্রাঙ্গণের জমির পরিমাণ ১০৬০ বর্গমিটার।
আফগান প্রকৌশলী ও পেশাদার শ্রমিকদের অংশগ্রহণে মসজিদটি নির্মিত হয়েছে। নির্মাণ কাজে হেরাত ও হেলমান্দ প্রদেশের মার্বেল, ময়দান ওয়ার্দাক প্রদেশের মূল্যবান পাথর এবং কুনার ও নূরিস্তান প্রদেশের মূল্যবান কাঠ ব্যবহৃত হয়েছে। এছাড়া দেশে সহজলভ্য নির্মাণ উপকরণ দ্বারা ভবনটি নির্মিত হয়েছে।
মসজিদটি ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের স্থাপত্য শৈলীর একটি অনবদ্য কীর্তি। জাতীয় ঐক্য ও ইসলামী ঐতিহ্য সংরক্ষণের প্রতীক হিসেবে এটি দাঁড়িয়ে আছে। এটি আফগানিস্তানের নিজস্ব দক্ষতা ও সম্পদ দ্বারা বাস্তবায়িত হয়েছে, যা ইমারতে ইসলামিয়ার স্বনির্ভরতা অর্জনের পথে উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/337vncbk


