
সিলেটে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে ঘিরে শুরু হওয়া ‘গ্যাং ফাইটে’ ফাহিম নামের এক গ্যাং সদস্য খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার এজাহারভুক্ত এক আসামিকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার আসামির নাম সবুজ আহমদ রেহান। সে জৈন্তাপুর থানার যশপুর গ্রামের মৃত আবুল কাশেম ও মাসুমা বেগমের ছেলে। গত ১৩ নভেম্বর মধ্যরাতে নগরীর টিলাগড়ের ইকোপার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন তার পিতা মো. হারুন রশীদ। মামলার এজাহারে ৭ জনের নাম উল্লেখ এবং আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এদিকে ১৩ নভেম্বর দিবাগত মধ্যরাতেই নগরীর টিলাগড়ের ইকোপার্ক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় ৪নং আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার সবুজকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
জানা যায়, কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে গত ১০ নভেম্বর বালুচর ছড়ারপাড়ের আল-আমিনের বাসার ভাড়াটিয়া মো. হারুন রশিদের ছেলে মো. ফাহিমের (২৩) ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় কিশোর গ্যাংয়ের অন্তত ৭-৮ জন সদস্য। তারা তাকে জখম করে মারাত্মক আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে ফাহিমকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় নেওয়া হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে গত ১১ নভেম্বর রাতে সিলেট নিয়ে আসা হচ্ছিল।
কিন্তু পথিমধ্যে আবারও তার অবস্থার অবনতি হলে তাকে গত ১২ নভেম্বর সকালে ওসমানী মেডিকেল নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তথ্যসূত্র:
১. সিলেটে ‘গ্যাং ফাইটে’ ফাহিম খুন, সদস্য গ্রেফতার
– https://tinyurl.com/yyu6pzcz


