১০ বছর ধরে হাসপাতালে স্বাস্থসেবা বন্ধ, বঞ্চিত ৮ গ্রামের মানুষ

0
27

ফেনীর পরশুরামে নোয়াবাজার উপস্বাস্থ্য কেন্দ্র ১০ বছর ধরে বন্ধ, যার ফলে আট গ্রামের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জনবল সংকটের কারণে অর্ধশত বছরের পুরনো এই স্বাস্থ্য কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেশ স্বাধীন হওয়ার আগে পৌর এলাকার উত্তর গুথুমার উত্তর অংশে নোয়াবাজার উপস্বাস্থ্য কেন্দ্র চালু হয়। ১৯৮০-এর দশকে স্থানীয়দের দাবিতে এটি চৌধুরী বাজার সংলগ্ন কেবি আজিজ উচ্চ বিদ্যালয়ের পাশে স্থানান্তরিত করা হয়। এ কেন্দ্র থেকে দক্ষিণ গুথুমা, উত্তর গুথুমা, বাগমারা, বাসপদুয়া, বেড়াবাড়িয়া, নরনীয়া, মুন্সীরখিল ও জমিয়ারগাঁও গ্রামের মানুষ প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ নিতেন।

সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রটির ভবন জরাজীর্ণ। দেয়ালের পলেস্তারা খসে গেছে, দরজা-জানালা মরিচা ধরেছে, বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি পড়ছে এবং চারপাশ আগাছা দখল করে নিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, মাঝে মাঝে একজন চিকিৎসক এসে কোনো সেবা না দিয়ে ঘোরাঘুরি করে চলে যান। এক অফিস সহায়ক ও একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা থাকলেও তা অপ্রতুল।

২০১৫ সালের ১০ নভেম্বর তৎকালীন সিভিল সার্জন ডা. ইসমাইল হোসেন সিরাজী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে একটি চিঠি পাঠান। সেখানে উল্লেখ করা হয়, কেন্দ্রটি ৪৮ শতাংশ জমির ওপর দাঁড়িয়ে থাকলেও ভগ্ন ও ব্যবহারের অনুপযোগী। নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়। দশ বছর পরও সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অতিরিক্ত পরিসংখ্যান কর্মকর্তা ইসরাত জাহান মুন্নি বলেন, নোয়াবাজার উপস্বাস্থ্য কেন্দ্র পাকিস্তান আমলে তৈরি হলেও ২০২০ সালে জনবল সংকটের কারণে সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়।

স্বাস্থ্য বিভাগ জানায়, একটি উপস্বাস্থ্য কেন্দ্রে একজন মেডিকেল অফিসার, একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট ও একজন এমএলএসএস থাকার কথা।

উত্তর গুথুমার বাসিন্দা মাহাবুবুল মজুমদার বলেন, এলাকার গরিব ও অসহায় মানুষ দীর্ঘদিন কেন্দ্রটি ব্যবহার করলেও এখন চিকিৎসা নিতে প্রায় পাঁচ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে। জরুরি মুহূর্তে চিকিৎসার অভাবে জীবন ঝুঁকির মধ্যে পড়ে। ফকির কোনার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম বলেন, মানুষ এখনও সেবা নিতে আসে, কিন্তু বন্ধ দেখে ফিরে যায়। কেন্দ্রটি চালু হলে গ্রামের হতদরিদ্রদের জন্য চিকিৎসা সহজ হবে।


তথ্যসূত্র:
1. ১০ বছর ধরে বন্ধ উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থসেবা, বঞ্চিত ৮ গ্রামের মানুষ
– https://tinyurl.com/5bydfer5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিলেটে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত এক
পরবর্তী নিবন্ধজবিতে উদীচীর কক্ষে গাঁজা সেবন, বাধা দেয়ায় সাংবাদিককে হুমকি