সুষ্ঠু পানি ব্যবস্থাপনার লক্ষ্যে আফগানিস্তানের ঘোর প্রদেশে আরও একটি চেকড্যাম প্রকল্প সফলভাবে সম্পন্ন

0
63

আফগানিস্তানের ঘোর প্রদেশের লাল ওয়া সারজাঙ্গাল জেলার একটি চেক ড্যাম নির্মাণ প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে ইমারতে ইসলামিয়ার পানি সম্পদ মন্ত্রণালয়। এটি সংশ্লিষ্ট জেলার তাম্বার মামবের্তো গ্রামে অবস্থিত। এটি নির্মাণের উন্নয়ন বাজেট হতে ৩০ লক্ষ ৪৫০ আফগানি বরাদ্দ প্রদান করেছে উক্ত মন্ত্রণালয়। এই বাঁধের পানি সঞ্চয় ক্ষমতা প্রায় ৯ হাজার ঘনমিটার।

১৫ নভেম্বর মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টের বার্তায় এইসকল তথ্য জানানো হয়।

চেকবাঁধ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের ইমারতে ইসলামিয়ার সংশ্লিষ্ট প্রাদেশিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, টেকনিক্যাল দলের সদস্যবৃন্দ, স্থানীয় প্রবীণ ও বাসিন্দাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুষ্ঠু পানি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেছেন বক্তাগণ। তাঁরা প্রকল্পের অর্থনৈতিক ও সামাজিক প্রভাবে সম্পর্কে আলোকপাত করেছেন। বাঁধের রক্ষণাবেক্ষণ ও সঠিক ব্যবহারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ব্যাপারে তাঁরা আশ্বস্ত করেছেন। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা, বাস্তবায়নকারী সংস্থা ও স্থানীয় বাসিন্দাদের প্রতি তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mszf3yrt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধস্থানীয়দের সমস্যা লাঘবে আফগানিস্তানে হেলমান্দের কাজাকি জেলায় সেচনালা ও গ্রামীণ সড়ক নির্মাণ চলমান
পরবর্তী নিবন্ধ৫০ হাজার মাদক ট্যাবলেট জব্দ করেছে ইমারতে ইসলামিয়ার কাবুল পুলিশ বিভাগ