মির্জা ফখরুলের ধমক দেওয়ার ভিডিও শেয়ার করায় ছাত্রদল নেতাকে বহিষ্কার

0
54

এক ব্যক্তিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘ধমক দেওয়ার’ একটি ভিডিও ফেসবুকে শেয়ার করার পর পদ হারিয়েছে ফরিদপুর জেলা ছাত্রদলের এক নেতা। পদ হারানো ওই নেতার নাম খাইরুল ইসলাম ওরফে রোমান। সে ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল।

গত ১৬ নভেম্বর সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদল বহিষ্কারের এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম (রাকিব) ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন (নাছির) আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। ছাত্রদলের সব পর্যায়ের নেতা–কর্মীদের খাইরুলের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে খাইরুল ইসলাম বলেছে, ‘আমাদের মহাসচিব এক ব্যক্তিকে ধমক দেয়। আজ (১৬ নভেম্বর) দুপুরের দিকে আমি ওই ভিডিওটি আমার ফেসবুকে শেয়ার করেছিলাম। এটাই আমার অপরাধ। রাজনীতিতে সহনশীলতা–পরমত সহিষ্ণুতার কোনো বিকল্প নেই। ওই ব্যক্তিও (যাকে ধমক দেওয়া হয়েছে) তো আমাদের ভোট দিয়ে বিজয়ী করবেন। সেই ব্যক্তি বা কর্মীকে ধমক দেওয়া আমাদের দলের ইমেজ ক্ষুণ্ন করে। তাদের ভোটেই তো আমরা নির্বাচিত হব।’

সে আরও বলে, ‘ইতিমধ্যে ভুল বুঝতে পেরে পোস্টটি ডিলিট করে ক্ষমাও চেয়েছি। তবু আমাকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে এখন আর কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’


তথ্যসূত্র:
১. মির্জা ফখরুলের ‘ধমক দেওয়ার’ ভিডিও শেয়ার, ছাত্রদল নেতাকে বহিষ্কার
– https://tinyurl.com/5n96z6ba

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখুলনায় দুই শিশুসহ একই পরিবারের তিনজনকে হত্যা
পরবর্তী নিবন্ধকেরানীগঞ্জে থানার ডাম্পিংয়ে আগুন দিল দুর্বৃত্তরা