
জাতীয় পরিসংখ্যান ও তথ্য কর্তৃপক্ষ (এনএসআইএ) জানিয়েছে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের মিজান মাসে (সেপ্টেম্বর–অক্টোবর) রপ্তানি পূর্ববর্তী মাসের তুলনায় ৪৫ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।
এনএসআইএ’র মুখপাত্র হালিম রাফি হাফিযাহুল্লাহ জানিয়েছেন, মিজান মাসে আফগানিস্তানের মোট রপ্তানি মূল্য ২৭৪.৯ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যেখানে পূর্ববর্তী মাসে এটি ছিল প্রায় ২৩০ মিলিয়ন ডলার। এ মাসে অধিকাংশ পণ্যই তুরস্ক, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি করা হয়েছে।
পাকিস্তানের সাথে সীমান্ত বন্ধ থাকা, ট্রানজিট জটিলতা এবং ব্যাংকিং সমস্যা সত্ত্বেও এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
আফগানিস্তান চেম্বার অফ এগ্রিকালচার অ্যান্ড লাইভস্টক এর নির্বাহী পরিচালক ওয়াসিম সাফি বলেছেন, “শুধু প্রতিবেশী দেশগুলোতে নয়, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারেও আমাদের রপ্তানি বাড়াতে হবে। এবং শুরু থেকেই পণ্যগুলোকে রপ্তানির জন্য মানসম্মতভাবে প্রস্তুত করতে হবে।”
এদিকে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের আমদানি নির্ভরশীলতা কিছুটা কমেছে। মিজান মাসে মোট ১.১৬৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করা হয়েছে। যেখানে এর আগের মাস ১.২৩২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করতে হয়েছিল।
তথ্যসূত্র:
1. Afghanistan Records $274.9 Million Export for the Last Month
– https://tinyurl.com/4uuhfet3
2. Afghanistan’s Monthly Exports Rise by $40M Despite Trade Challenges
– https://tinyurl.com/ycakactk


