
হবিগঞ্জ ইসলাম সংগ্রাম পরিষদের সভাপতি আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী হাফিযাহুল্লাহ বলেছেন, আপনারা লক্ষ্য করে থাকেন কিছুদিন পরপরই একেকটা কুলাঙ্গার মাথা ছাড়া দেয়। নবীর (ﷺ) পবিত্র বিবিগণের চরিত্র নিয়ে নানা মন্তব্য করে। আমরা মনে করি এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো দেশে অরাজকতা সৃষ্টি করার সুগভীর চক্রান্তের অংশ। এসব নাস্তিকদের বিরুদ্ধে সংগ্রাম ছাড়া নিস্পত্তির কোনো পথই থাকবে না।
আজ (১৭ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইসলামী সংগ্রাম পরিষদের আয়োজনে কলেজ ছাত্রীর ফেসবুকে মুহাম্মদ (ﷺ) ও খাদিজা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনে এইসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের বর্তমান সংকটময় মুহূর্তে একটা যেকোনো ধরনের গণ্ডগোল সৃষ্টি করে নবীর (ﷺ) বিবিগণের বিরুদ্ধে কুমন্তব্য করে মুসলিমদের স্পর্শকাতর স্থান ধর্মীয় অনুভূতিকে এভাবে চরম আঘাত করে রক্তক্ষয়ী সংঘর্ষ করাতে চায়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ সাদী, ইসলামিক বক্তা মাওলানা লোকমান সাদি, ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শামসুল হুদা, মাওলানা মঈনুল ইসলাম চৌধুরীসহ (হাফিযাহুমুল্লাহ) আরো অনেকেই। পরে মানববন্ধনে অংশগ্রহণকারী সকলকে নিয়ে মোনাজাত করেন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী।
তথ্যসূত্র:
১. নাস্তিকদের বিরুদ্ধে সংগ্রাম ছাড়া নিস্পত্তির কোনো পথ নেই: আল্লামা ওলীপুরী
– https://tinyurl.com/74de78pt


